ঝটপট পড়ে ফেলুন অঙ্কের কিছু প্রশ্ন উত্তর নিয়ে সাজানো WBPSC Clerkship পরীক্ষার প্র্যাকটিস সেট ১২

Advertisement

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অর্থাৎ লোকসেবা আয়োগ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে WBPSC Clerkship EXAMINATION এর আয়োজন করা হয়েছে। পরীক্ষায় সফল হওয়ার জন্য আজ থেকেই প্রয়োজন সঠিক প্রস্তুতি। যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন হয় সঠিক পথ প্রদর্শকের। সে বই হতে পারে কিংবা টিউশন।

Advertisement

WBPSC Clerkship পরীক্ষার প্র্যাকটিস সেট ১২

এবার WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করছি আমরাও। কি প্রশ্ন আসতে পারে এই পরীক্ষায়? এই ভেবে চিন্তার কোনো কারণ নেই। ঝটপট পড়ে ফেলুন অঙ্কের কিছু প্রশ্ন উত্তর নিয়ে সাজানো WBPSC Clerkship পরীক্ষার প্র্যাকটিস সেট ১২-এর এই প্রশ্ন উত্তরগুলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

1) তিনটি তামার গোলককে গলিয়ে একটি তামার গোলক তৈরি করা হলো। তিনটি তামার গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। নতুন গোলকটির ব্যাসার্ধ কত?

A) 12
B ) 10
C) 8
D) 6
উওর – 6

2) কোনো রম্বসের পরিসীমা 40 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে তার ক্ষেত্রফল কত?

A) 40 বর্গমি.
B) 60 বর্গমি.
C) 50 বর্গমি.
d) 64 বর্গমি.
উত্তর -64 বর্গমি.

3) 360 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 5,9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই 4 অবশিষ্ট থাকবে?

A) 364
B) 356
C) 184
D) 176
উত্তর – 364

4) একটি চৌবাচ্চায় প্রথম ও দ্বিতীয় ঘণ্টায় যথাক্রমে 0.25 এবং 0.26 অংশ জলপূর্ণ করা হলো। তৃতীয় ঘণ্টায় 270 লিটার জল ঢালার পর দেখা গেল এখনও 0.19 অংশ খালি আছে | চৌবাচ্চায় কত লিটার জল ধরে?

A) 900 লিটার
B) 1000 লিটার
C) 925 লিটার
D) 850 লিটার
উওর – 900 লিটার

5) 2756 মি. একটি সোজা রাস্তার একদিকে 53 টি চারাগাছ সমদূরত্বে পরপর বসানো হলো| দুটি চারা গাছের মধ্যে দূরত্ব কত হবে?

A) 52 মি.
B) 53 মি.
C) 35 মি.
D) 49 মি.
উওর – 53 মি

6) এক ক্রিকেটার তার 20 তম ইনিংস 100 রান করে। তার গড়ে 4 রান বাড়লে 20 তম ইনিংসের পর তার গড় কত ছিল?

A) 24
B) 28
C) 16
D) 32
উত্তর – 24

7) কোনো ব্যাংকে একই হার সুদে 300 টাকা 4 বছরে এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে 162 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত?

A) 10%
B) 8%
C) 6%
D) 5%
উত্তর – 6%

8) 160 মি. দীর্ঘ ও 140 মি. দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। তাদের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 77 কিমি এবং 67 কিমি. হলে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে?

A) 7.5 সেকেন্ড
B) 10 সেকেন্ড
C) 9.2 সেকেন্ড
D) 11 সেকেন্ড
উওর – 7.5 সেকেন্ড

9) 3 টি বিড়াল 3 মিনিটে 3 টি ইঁদুর ধরে | 33 টি বিড়াল 33 মিনিটে কটি ইঁদুর ধরবে?

A) 333 টি
B) 343 টি
C) 363 টি
D) 111 টি
উওর – 363 টি

10) 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, 2 বছর পর অনুপাত হবে 4:1, এখন এই অনুপাত কত?

A) 19:4
B) 9:2
C) 8:5
D) 5:1
উত্তর – 19:4

All Free WBPSC Clerkship Practice set

Clerkship Practice set 01Read Now
Clerkship Practice set 02Read Now
Clerkship Practice set 03Read Now
Clerkship Practice set 04Read Now
Clerkship Practice set 05Read Now
Clerkship Practice set 06Read Now
Clerkship Practice set 07Read Now
Clerkship Practice set 08Read Now
Clerkship Practice set 09Read Now
Clerkship Practice set 10Read Now
Clerkship Practice set 11Read Now

Leave a Comment