WBPSC Clerkship Practice set 07 – WBPSC ক্লার্কশিপ প্র্যাক্টিস সেট 07, রইল সেরা ১০ টি বাছায় করা সবধরনের প্রশ্ন উত্তরের ভাণ্ডার

Advertisement

WBPSC Clerkship Practice set 07 – পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি অফিসে Clerk পদে কর্মী নিয়োগ করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC। ভ্যাকেন্সি অনুযায়ী আবেদন পত্র জমা নেওয়ার পর হয় লিখিত পরীক্ষা। তারপর হয় টাইপিং টেস্ট। এভাবেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয়। আগ্রহী চাকরিপ্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। তার আগে অবশ্যই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার ধরনের নিয়ে ধারণা প্রয়োজন।

Advertisement

যারা এবছর নতুন পরীক্ষা দেবে তাদের কাছে আগে WBPSC Clerkship পরীক্ষা সম্পর্কে সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয়। এবছর কি আপনিও WBPSC Clerkship পরীক্ষা দেবেন? কেমন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এই ভেবে কুল কিনারা পাচ্ছেন না? চিন্তার দিন শেষ! WBPSC Clerkship 2024 পরীক্ষায় সফলতা অর্জন করতে বিশেষ কিছু প্রশ্নোত্তর রইলো আপনাদের জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WBPSC Clerkship Practice set 07

1) নিম্নলিখিত কোন উদ্ভিদ স্বভোজী নয়?
a) ঘাস
b) ফার্ন
c) ছত্রাক
d) মস
উত্তর:- ছত্রাক

2) মানবদেহে স্পাইনাল নার্ভ এর সংখ্যা কত?
a) 4 জোড়া
b) 12 জোড়া
c) 25 জোড়া
d) 31 জোড়া
উত্তর:- 31 জোড়া

3) কাকে’ হকির জাদুকর’ বলা হয়?
a) ধ্যানচাঁদ
b) হারবিন্দর সিং
c) ক্লোডিয়াস
d) গুরুবক্স সিং
উত্তর:- ধ্যানচাঁদ

4) স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য কে’ সাহিত্য একাডেমী’ পুরস্কার পান?
a) অন্নদাশঙ্কর রায়
b) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
c) শঙ্করীপ্রসাদ বসু
d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর:- শঙ্করীপ্রসাদ বসু

5) 2002 সালে SAARC এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
a) কাঠমান্ডু
b) থিম্পু
c) ঢাকা
d) কলম্বো
উত্তর:- কাঠমান্ডু

6) মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
a) ময়ূরাক্ষী
b) কংসাবতী
c) দামোদর
d) বরাকর
উত্তর:- বরাকর

7) মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়?
a) আলিগড়
b) কলকাতা
c) মিরাট
d) পাকিস্তান
উত্তর:- আলিগড়

8) রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত’ প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা কে?
a) জয় গোস্বামী
b) অপরাজিতা বসু
c) সুনীল গাঙ্গুলী
d) শ্রীজাত
উত্তর:- সুনীল গাঙ্গুলী

9) নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন?
a) জাতীয় জরুরি অবস্থা
b) শাসনতান্ত্রিক জরুরি অবস্থা
c ) আর্থিক জরুরি অবস্থা
d) উপরের সবকটি
উত্তর:- শাসনতান্ত্রিক জরুরি অবস্থা

10) মেঘদূত কার লেখা?
a) সন্ধ্যাকর নন্দী
b) কালিদাস
c) বালিল্মকী
d) শুদ্রক
উত্তর:- কালিদাস

All Free WBPSC Clerkship Practice set

WBPSC Clerkship Practice set 01Read Now
WBPSC Clerkship Practice set 02Read Now
WBPSC Clerkship Practice set 03Read Now
WBPSC Clerkship Practice set 04Read Now
WBPSC Clerkship Practice set 05Read Now
WBPSC Clerkship Practice set 06Read Now

Leave a Comment