WBPSC Clerkship Practice set 06 – WBPSC Clerkship পরীক্ষার প্র্যাকটিস সেট 6

Advertisement

WBPSC Clerkship Practice set 06 –  আপনিও কি WBPSC CLERKSHIP পরীক্ষার্থী? দিন রাত এক করে পড়াশোনা করেও কোন ধরনের প্রশ্ন আসবে, এই প্রশ্নে নাজেহাল? তবে আর চিন্তা নয়। আপনাদের জন্য রইল এমন কিছু প্রশ্ন উত্তর, যা কিনা WBPSC Clerkship পরীক্ষায় সফলতা পেতে সাহায্য করবে। তার আগে জেনে নিতে হবে WBPSC Clerkship পরীক্ষা সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি অফিসে Clerk পদে কর্মী নিয়োগ করে থাকে।

Advertisement

Clerk পদে কর্মী নিয়োগের জন্য WBPSC প্রত্যেক বছর ভ্যাকেন্সি অনুযায়ী আবেদন পত্র জমা নেয়। তারপর লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। তাই এই Clerkship পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা ইতি মধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন বা প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন। সেই সকল আগ্রহী প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটি সঠিক ধারণা রয়েছে। এবার WBPSC Clerkship পরীক্ষার কিছু প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WBPSC Clerkship Practice set 06 

1) ভারতীয় সিনেমার জগতে’ ট্রাজেডি রানি’ নামে কে পরিচিত?
a) মধুবালা
b)রেখা
c) মিনা কুমারি
d) হেমা মালিনী
উত্তর:- মিনা কুমারি

2) 0 ডিগ্রী তাপমাত্রার বরফ ডিগ্রী তাপমাত্রার জলের চেয়ে-
a ) বেশি গরম লাগে
b) বেশি ঠান্ডা লাগে
c) একই তাপমাত্রা বলে মনে হয়
d) সামান্য বেশি গরম মনে হয়
উত্তর:- বেশি ঠান্ডা লাগে

3) সহ্যাদ্রি পর্বতের একটি ফাক হল-
a) পালঘাট
b) থলঘাট
c) পশ্চিমঘাট
d) পূর্বঘাট
উত্তর:- থলঘাট

4) আত্মীয়সভা-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) রাজা রামমোহন রায়
b) স্বামী দয়ানন্দ সরস্বতী
c) স্বামী বিবেকানন্দ
d) অরবিন্দ ঘোষ
উত্তর:- রাজা রামমোহন রায়

5) মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের?
a) সুপ্রিম কোর্ট
b) হাইকোর্ট
c ) জেলা আদালত
d) সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই
উত্তর:- সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই

6) ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কার লেখা?
a) জয়দেব বসু
b) রত্নেশ্বর হাজরা
c) জয় গোস্বামী
d) বেলাল চৌধুরী
উত্তর:- জয় গোস্বামী

7) শূদ্রকের ‘মৃচ্ছকটিকম’ একটি-
a) নাটক
b) উপন্যাস
c) কবিতা
d) ছোটগল্প
উত্তর:- উপন্যাস

8) সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
a) হরিযেন
b) কালিদাস
c) বিজয়গুপ্ত
d) বসুবন্ধু
উত্তর:- হরিযেন

9) দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন?
a) ইলতুৎমিস
b) বলবন
c) আলাউদ্দিন খলজি
d) মহম্মদ বিন তুঘলক
উত্তর:- আলাউদ্দিন খলজি

10) গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?
a) রাহুল
b) আনন্দ
c ) উপালি
d) মহেন্দ্র
উত্তর:- রাহুল

All Free WBPSC Clerkship Practice set

WBPSC Clerkship Practice set 01Read Now
WBPSC Clerkship Practice set 02Read Now
WBPSC Clerkship Practice set 03Read Now
WBPSC Clerkship Practice set 04Read Now
WBPSC Clerkship Practice set 05Read Now

Leave a Comment