WBPSC Clerkship Practice set 02 – WBPSC ক্লার্কশিপ প্র্যাক্টিস সেট-02, বাছায় করা ক্লার্কশিপ পরীক্ষার সেরা ১০ টি প্রশ্ন উত্তরের ঠিকানা

Advertisement

প্রত্যেক বারের মত আরো একবার আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কম্পিটিটিভ এক্সামের সেরা ১০ টি প্রশ্ন উত্তরের ঠিকানা। আজ আপনাদের বলব WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক WBPSC Clerkship Practice set 02।

Advertisement

Clerkship অর্থাৎ WBPSC Clerkship পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কয়েক হাজার ছাত্রছাত্রী। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আজকের এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিন সম্ভাব্য ১০ টি প্রশ্ন উত্তর যা আগামী দিনে আপনাকে সাহায্য করতে পারে WBPSC Clerkship Practice।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

ক্লার্কশিপ পরীক্ষার জন্য WBPSC Clerkship Practice set 03

১) ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত—
উত্তর: ডিগবয়

২) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ই মে

৩) বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়?
উত্তর: ২০১৫ সালের ২২শে জানুয়ারি

৪) আয়োডিনের অভাবে কি রোগ হয়?
উত্তর: গলগন্ড

৫) ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করে?
উত্তর: কাসিমির ফানক।

৬) সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি?
উত্তর: বৃহস্পতি।

৭) দুয়ারে সরকার প্রকল্প কবে চালিত হয়?
উত্তর: ২০২০ সালে।

৮) ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৬৪ সালে।

৯) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তর: কলকাতা

১০) পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তর: শিউলি

WBPSC Clerkship Practice set 01Click Here

Leave a Comment