Kolkata Police Constable Syllabus 2024 – কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় কি কি বিষয় থাকে? কোন বিষয়ের জন্য কত নম্বর? একনজরে পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস

Advertisement

Kolkata Police Constable Syllabus 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের স্বপ্ন থাকে তাঁরা পুলিশ বিভাগে কাজ করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে তৎপর হয়েছেন।‌ তিনি নির্দেশ দিয়েছেন অতি শীঘ্রই যেন কলকাতা পুলিশের কনস্টেবল শূন্যপদ পূরণ হয়। আর সেই তাগিদেই পদক্ষেপ নিচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। চলতি বছরের শুরুর দিকেই নতুন করে পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা কতগুলি ধাপে অনুষ্ঠিত হয়। পরীক্ষার সিলেবাসে কী থাকে? ঠিক কত নম্বরের পরীক্ষা হয়? কোন কোন বিষয়গুলি সিলেবাসের অন্তর্ভুক্ত? বিস্তারিত জানতে মন দিয়ে পড়ে নিন আজকের এই প্রতিবেদন।

Advertisement

Kolkata Police Constable Syllabus 2024

চলতি বছরের গোড়ার দিকেই কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। তবে চাকরি পেতে হলে প্রতিটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

বোর্ডে তরফে জানানো হয়, এই নিয়োগের মোট শূন্যপদের সংখ্যা ৩৭৩৪ টি। সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ পাবেন যোগ্য প্রার্থীরাই। এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মার্চ মাসের ১ তারিখ থেকে যা চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। আবেদন জানাতে চাইলে সরাসরি বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

এখন কথা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা কত ভাগে অনুষ্ঠিত হয়? কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ কর্মসূচি অনুষ্ঠিত হয় ধাপে ধাপে। যার মধ্যে

  1. প্রথমে হয় প্রিলিমিনারি টেস্ট‌ (Preliminary Test)।
  2. তারপর হয় শারীরিক মাপজোক ও শারীরিক দক্ষতা পরীক্ষা (PET & PMT Examination),
  3. এরপর হয় মেন পরীক্ষা (Main Written Exam)।
  4. উপরের ধাপগুলিতে যারা নির্বাচিত হন তাঁরা এর পরবর্তী ধাপে ইন্টারভিউ বা পার্সোনালিটি (Interview/Personality Test) টেস্ট দেন।
  5. ইন্টারভিউর পর আয়োজিত হয় ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট। সবকটি ধাপের পর যে সকল প্রার্থীরা নির্বাচিত হন, তাদের সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ করে বোর্ড।

Kolkata Police Constable Recruitment 2024 Preliminary Examination Full Syllabus

কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপেই নেওয়া হয় প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় থাকে মোট তিনটি বিষয়।

বিষয়নম্বর
১) জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ৪০ নম্বর
২) গণিত৩০ নম্বর
৩) রিজনিং৩০ নম্বর

প্রিলিমস পরীক্ষায় থাকে মোট ১০০ নম্বর। প্রতিটি প্রশ্নের মান ১।‌ ভুল করলে নেগেটিভ মার্কিং থাকে। গোটা পরীক্ষার জন্য মেলে ৬০ মিনিট সময়। পরীক্ষার প্রশ্নপত্র হয় বাংলা ও নেপালি ভাষায়।

Kolkata Police Constable Recruitment 2024 PET & PMT Test

নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে শারীরিক মাপযোগ ও দক্ষতা নির্ণয়ের পরীক্ষা আয়োজিত হয়, তাতে নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। পরীক্ষার্থীরা এ বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

Kolkata Police Constable Recruitment 2024 Main Examination Full Syllabus Details

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার মেন পরীক্ষায় থাকে চারটি বিষয়। যথা- সর্বমোট পরীক্ষা দিতে থাকে ৮৫ নম্বর। পরীক্ষার জন্য সময় মিলে ৬০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১।

বিষয়নম্বর
১) গণিত২৫ নম্বর
২) ইংরেজি১০ নম্বর
৩) জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ২৫ নম্বর
৪) রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস২৫ নম্বর

Kolkata Police Constable Recruitment 2024 Interview Full Syllabus Details

কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ জন্য থাকে ১৫ নম্বর। আগের ধাপ গুলিতে উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউর জন্য ডাক পান। মেন পরীক্ষা এবং ইন্টারভিউ নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট তালিকায় যাদের নাম থাকে, তারা ওই পদে নিয়োগ পান।

Download Full Syllabus – Here

আরও পড়ুন – AAI Junior Executive Recruitment – এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 490 টি শূন্যপদে নতুন নিয়োগ! আবেদন জানান অনলাইনে, জেনেনিন বিস্তারিত

Leave a Comment