ICDS Supervisor Syllabus – আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? জেনে নিন সিলেবাস

Advertisement

ICDS Supervisor Syllabus 2024 – ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে পদগুলি রয়েছে তার মধ্যে সবথেকে ভালো পদ হলো আইসিডিএস সুপারভাইজার পদটি। আর এই পরীক্ষায় পাশ করাও কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তবে এই পরীক্ষায় সফলতা পাওয়ার মূল চাবিকাঠি হল এই পরীক্ষার সিলেবাস। এই পরীক্ষায় পাশ করতে হলে প্রার্থীদের অবশ্যই এর সিলেবাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আইসিডিএস পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমরা পরীক্ষার্থীদের জানতে সাহায্য করব।

Advertisement

WBPSC ICDS Supervisor Syllabus 2024

নিয়োগ সংস্থার নাম – পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)।
পিলিমিনারি পরীক্ষার নম্বর – WBPSC ICDS পরীক্ষার প্রিলিমিনারিতে থাকবে ১০০ নম্বর।
মেইনস পরীক্ষার মোট নম্বর – এই চাকরির জন্য মেইন পরীক্ষায় ৪০০ নম্বর থাকবে। পেপারI থেকে IV, প্রতিটিতে ১০০ নম্বর থাকবে।
ইন্টারভিউ মোট নম্বর – ইন্টারভিউ হবে ৫০ নম্বরের।
নির্বাচন প্রক্রিয়া – WBPSC-র তত্ত্বাবধানে আইসিডিএস সুপারভাইজার পদের পরীক্ষার জন্য প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন : WB Primary TET – টেট পরীক্ষার ভুল প্রশ্ন নিয়ে ফের কোর্ট কেস! বড়ো সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস – General Knowledge, Arithmetic, Test of reasoning (verbal and non-verbal)।

মেইনস পরীক্ষার সিলেবাস

পেপার-I – English (Class-XII Standard) Report Drafting, Translation from Bengali/Hindi/ Urdu/ Nepali/ Santali to English, Summary/Precis Writing, English Grammar (correct use of words, voice change, narration change, transformation of sentences, correction of sentences, use of common phrases, synonyms, antonyms)

পেপার-II – Bengali/Hindi/Urdu/Nepali/Santali (Class XII Standard) Drafting of Report, Translation from English to Bengali/Hindi/Urdu/Nepali/ -Santali Summary/Precis Writing, Grammar

পেপার-III – General Studies & Current Affairs (Class-X Standard) Life Science with special emphasis on Nutrition and Healthz, Women Empowerment Issues, General Knowledge (Indian History with special emphasis on Indian Freedom struggle, Geography, Environmental Science, and Physical Science), Current Affairs Verbal and non-verbal reasoning.

পেপার-IV – Arithmetic (Class-X Standard)

আরও পড়ুন : WBPSC Clerkship Exam 2024 – কবে হবে PSC ক্লার্কশিপ পরীক্ষা? প্রকাশ্যে এলো দিনক্ষণ, ক্লিক করে জানুন বিস্তারিত

পরীক্ষার ভাষা ও পরীক্ষার প্যাটার্ন

পেপার III এর পরীক্ষা দেওয়া যাবে ইংরেজি অথবা বাংলা ভাষায়। পেপার IV এর জন্য থাকবে ইংরেজি অথবা বাংলা পরীক্ষার প্যাটার্ন। এই পরীক্ষাটির প্রার্থী বাছাই হয় প্রিলিমিনারি,মেইনস এবং ইন্টারভিউ এর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার প্যাটার্ন কেমন হয়।

পার্ট- I ( Part – 1)

প্রিলিমিনারি – অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন।
প্রশ্ন থাকে – এই পরীক্ষায় প্রশ্ন থাকে ১০০টি।
মোট নম্বর – এই পরীক্ষার মোট নম্বর হল ১০০ (প্রতিটি প্রশ্নে ১ নম্বর থাকবে)।
প্রশ্নের ধরন – MCQ (অবজেক্টিভ ধর্মী) প্রশ্ন থাকে ১০০ টি।
সময়কাল – ১ ঘন্টা সময় ধরে এই পরীক্ষার আয়োজন করা হয়।
নেগেটিভ মার্কিং – পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিন থাকে।

পার্ট – II (Part – 2)

মেইনস পরীক্ষা – ডেস্ক্রিপটিভ ধর্মী প্রশ্ন।
পেপার থাকবে – পেপার I, II, III এবং IV।
মোট নম্বর – ৪০০ (চারটি পেপারের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে)।
প্রশ্নের ধরন – মেইন পরীক্ষায় ডেস্ক্রিপটিভ ধর্মী প্রশ্ন থাকে।
সময়কাল – মেইন পরীক্ষার জন্য প্রতিটি পেপারে ৯০ মিনিট করে সময় পাবে পরীক্ষার্থীরা।
নেগেটিভ মার্কিং – পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিন থাকে।

আরও পড়ুন : WBCHSE New Rule – পাশ-ফেল নিয়ে ভাবার দিন শেষ! শীঘ্রই নয়া নিয়ম আনতে চলেছে উচ্চ-মাধ্যমিক সংসদ

আইসিডিএস এর সুপারভাইজার পদের যে ইন্টারভিউটি নেওয়া হয় সেখানে মোট নম্বর থাকে ৫০। এর কোন নির্দিষ্ট সময়কাল নেই। এর কোনো নেগেটিভ মার্কিং নেই।

WBPSC Official Website : Click Here

Leave a Comment