WBPSC Clerkship Practice set 08 – সরকারি চাকরি পরীক্ষার মধ্যে অন্যতম হলো WBPSC পরীক্ষা। চলতি বছরে ফের একবার এই পরীক্ষা নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী WBPSC Clerkship পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে চলেছে। তবে জানা গেছে কিছুদিনের মধ্যে WBPSC Clerkship পরীক্ষা নেওয়া হবে।
WBPSC Clerkship Practice set 08 -এ থাকছে ১০ টি বাছায় করা প্রশ্ন
আপনিও যদি WBPSC Clerkship পরীক্ষার একজন অন্যতম পরীক্ষার্থী হন, তাহলে দেরি না করে এই প্রতিবেদনে নজর দিন। আপনি যদি আগামী দিনে WBPSC Clerkship পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা নেবেন বলে ভাবছেন তাহলে আমরা আপনাদের বলব এই পরীক্ষার সম্ভাব্য ১০টি প্রশ্ন উত্তরের হদিস।
১) ইংরেজরা, ভারতের কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন?
উত্তর – সুরাট।
২) ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্যের নাম কি?
উত্তর – অন্ধ্রপ্রদেশ।
৩) গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?
উত্তর – মাটি।
৪) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর – হেনরি বেকারেল
৫) ভারতীয় জাতীয় উৎপাদনের পরিষেবা ক্ষেত্রে অবদান কত?
উত্তর – ৬২ শতাংশ
৬) ২০১৯ সালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় এসেছিল তার নাম কি ছিল?
উত্তর – বুলবুল
৭) ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে?
উত্তর – নির্মলা সীতারামন
৮) পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়?
উত্তর – ফার্মি
৯) কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?
উত্তর – সুরাট
১০) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর – শিশির কুমার ঘোষ