WB Gram Panchayat Practice Set 01 – গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্র্যাকটিস সেট ১। এক নজরে দেখুন সেরা ১৫ টি প্রশ্ন উত্তর

Advertisement

WB Gram Panchayat Practice Set 01 – সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মধ্যেই জানা গেছে, আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে গ্রাম পঞ্চায়েত নিয়োগ। ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। আজ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার প্রথম বাছাই করা ১৫ টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা তৈরি করেছি প্র্যাকটিস সেট ১ (WB Gram Panchayat Practice Set 01)।

Advertisement

WB Gram Panchayat Practice Set 01 সেরা ১৫ টি প্রশ্ন উত্তর

আপনি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য একেবারে যথাযথ। তাহলে আর দেরি না করে এখনই চোখ রাখুন WB Gram Panchayat Practice Set-এর প্রথম সেরা ১৫ টি প্রশ্ন উত্তরের দিকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

১) ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
a) টিটেনি
b) ডায়াবেটিস
c) রিকেট
d) পেলেগ্রা
উত্তর – ডায়াবেটিস

২) একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম বল
a) বাজকা
b) পায়রা
c) বাদুড়
d)এর কোনটাই নয়।
উত্তর – বাদুড়

৩) বেদের শেষ ভাগের নাম কি?
a) ব্রাহ্মণ
b) আরণ্যক
c) সংহিতা
d) উপনিষদ
উত্তর – উপনিষদ

৪) সুন্দরী গাছে দেখা যায় কোনটি?
a) শাসমূল
b) বায়বীয় মূল
c) শোষক মূল
d) জনন মূল
উত্তর – শাসমূল

৫) কোন ফসলকে বীজতন্তু বলা হয়?
a) কার্পাস
b) ধান
c) গম
d) চা
উত্তর – কার্পাস

৬) মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ গুলিকে কি বলা হয়?
a) ক্যাসেল
b) বালিয়াড়ি
c) প্লায়া
d) কোনটাই নয়
উত্তর – প্লায়া

৭) অধাতব ম্যাক্রো এলিমেন্ট কি?
a) ম্যাঙ্গানিজ
b) কার্বন
c) কোবাল্ট
d) লোহা
উত্তর – কার্বন

৮) লোকসভা প্রথম কত সালে গঠিত হয়?
a) ১৯৫৩ সালে
b) ১৯৫১ সালে
c) ১৯৫০ সালে
d) ১৯৫২ সালে
উত্তর – ১৯৫২ সালে

৯) বেসবল কোন দেশের জাতীয় খেলা?
a) ইতালি
b) জার্মানি
c) মার্কিন যুক্তরাষ্ট্র
d) কানাডা
উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র

১০) জেনেভা হ্রদ কোথায় অবস্থিত?
a) সুইজারল্যান্ড
b) নিউইয়র্ক
c) যুবস্লভিয়া
d) আইসল্যান্ড
উত্তর – সুইজারল্যান্ড

১১) মানুষের জিহ্বায় কোন ভিটামিনের অভাবে ঘা হয়?
a) রাইবোফ্লাভিন
b) বায়োটিন
c) প্যান্টোথেনিক অ্যাসিড
d) থিয়ামিন
উত্তর – রাইবোফ্লাভিন

১২) কেঁচোর গমন পদ্ধতির নাম কি?
a) ক্রলিং
b) লুকিং
c) ক্লিপিং
d) উড্ডয়ন
উত্তর – ক্রিপিং

১৩) দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের কি নাম?
a) হাইড্রোমিটার
b) ম্যানোমিটার
c) অডিও মিটার
d) ল্যাক্টোমিটার
উত্তর – ল্যাক্টোমিটার

১৪) বৌদ্ধদের কাছে চাকা কিসের প্রতীক?
a) জ্ঞানের
b) স্বাধীনতার
c) সহানুভূতির
d) শান্তির
উত্তর – জ্ঞানের প্রতীক

১৫) অর্কিড কি জাতীয় উদ্ভিদ?
a) মৃতজীবী
b) পরাশ্রয়ী
c) মিথোজীবী
d) এর কোনটাই নয়।
উত্তর – পরাশ্রয়ী

আরও পড়ুন – WBPSC Clerkship Practice set 07 – WBPSC ক্লার্কশিপ প্র্যাক্টিস সেট 07, রইল সেরা ১০ টি বাছায় করা সবধরনের প্রশ্ন উত্তরের ভাণ্ডার

Leave a Comment