WBJEE Admit Card 2024 – 28 এপ্রিল মাসেই আয়োজিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কবে হাতে পাবেন অ্যাডমিট কার্ড? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

Advertisement

WBJEE Admit Card 2024 – পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE)। প্রত্যেক বছর নির্দিষ্ট সময় অনুসারে জয়েন্টের পরীক্ষার আয়োজন করে বোর্ড। অসংখ্য পরীক্ষার্থী যেমন এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, তেমনই পরীক্ষা নিয়ে ‌তৎপরতা থাকে তুঙ্গে। চলতি বছরে এপ্রিল মাসে জয়েন্টের পরীক্ষা (WBJEE) আয়োজন হওয়ার কথা।

Advertisement

ভোটের মধ্যে WBJEE 2024 পরীক্ষা

যদিও ভোট থাকার কারণে পরীক্ষার তারিখ নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, নির্ধারিত তারিখ মেনেই পরীক্ষা হবে। পরীক্ষার কিছুদিন আগে নিয়ম করে অ্যাডমিট পেয়ে যাবেন অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা। ‌ লোকসভা ভোটের কারণে পরীক্ষা ও রেজাল্ট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা‌ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ঘোষণা করা হয়, চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে‌ ২৮ এপ্রিল ২০২৪। এদিকে এপ্রিল মাসজুড়ে ভোট সূচি ঘোষণা হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ধন্দ তৈরি হচ্ছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – ANM and GNM Form Fill Up 2024 – শুরু হল নার্সিং পরীক্ষা ANM, GNM ফর্ম ফিল আপ! কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, জেনে নিন স্টেপ বাই স্টেপ

লোকসভা ভোটের সূচি বলছে, আগামী ২৮ এপ্রিল কোন অঞ্চলে ভোট পড়েনি। বরং ভোট রয়েছে ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল। তা সত্ত্বেও কোন কারনে জয়েন্টের পরীক্ষা সূচিতে বদল আসবে নাকি, তা নিয়ে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। এমনকি এও শোনা যাচ্ছিল, যে কেন্দ্রে ২৮ এপ্রিল পরীক্ষা হবে, তা কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে যেতে পারে। ভোটের মাঝে সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে পুরনো সূচি অনুসারে পরীক্ষা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন‌ তুলছিলেন পরীক্ষার্থীরা।

তবে সম্প্রতি বোর্ড সূত্রে খবর মিললো যে, শেষ মুহূর্তে যদি কোনো বড়সড় পরিবর্তন না হয় তাহলে, পূর্ব‌ নির্ধারিত সূচি অনুসারেই চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। ভোটপর্বের মাঝে পরীক্ষা নেওয়ার কথা হওয়ায় পরীক্ষার্থীদের যাতে ন্যূনতম অসুবিধা না হয়, সেদিকে নজর রাখছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

আরও পড়ুন – After Madhyamik Subject – মাধ্যমিকের পর কোন কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতের চাকরি আসবে হাতের মুঠোয়? একনজরে দেখেনিন ছাত্রছাত্রীরা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট (WBJEE Admit Card 2024) পাবেন কবে?

বোর্ডের তরফে জানা যাচ্ছে, পরীক্ষার ঠিক দশ দিন আগে আগামী ১৮ এপ্রিল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। নির্ধারিত সুচি অনুসারে ২৮ এপ্রিল দুই দফায় আয়োজিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। যার প্রথম দফার পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে দুপুর ১ টা পর্যন্ত। ‌পরীক্ষার প্রথম পেপার গণিত।‌ দ্বিতীয় দফার পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত। দ্বিতীয় পেপারে থাকবে পদার্থবিদ্যা এবং রসায়ন।

Leave a Comment