আরো একবার পঞ্চায়েত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারের তরফ থেকে। কয়েক হাজার চাকুরী প্রার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের পরীক্ষায় ভালো ফলাফল আনার জন্য তাই এবার কয়েকটি প্র্যাক্টিস সেট তৈরি করব আমরা, যাতে আপনার আগামী দিনে পরীক্ষায় ভালো ফলাফল হতে পারে।
আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৬
১) আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
A) জাপান
B) ব্রাজিল
C)আর্জেন্টিনা
D)মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র
৩) নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত?
A) লন্ডন
B) ওয়াশিংটন
C) প্যারিস
D) রোম
উত্তর – রোম
৪) সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন?
A) আর্য ভট্ট
B) মহেন্দ্র বর্মন
C) হর্ষবর্ধন
D) বানভট্ট
উত্তর – আর্য ভট্ট
৫) কোন দেশের মহিলারা প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন?
A) নিউজিল্যান্ডের মহিলা
B) ফ্রান্সের মহিলা
C) ভারতের মহিলা
D) অস্ট্রেলিয়ার মহিলা
উত্তর – নিউজিল্যান্ডের মহিলা
৬) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
A) কোচিন
B) সুরাট
C) আমেদাবাদ
D) দেরাদুন
উত্তর – আমেদাবাদ
৭) প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয় কত সালে?
A) ৯০০ খ্রিস্টাব্দে
B) ৭৭৬ খ্রিস্টাব্দে
C) ৯০০ খ্রিস্টপূর্বাব্দে
D) ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর – ৭৭৬ খ্রিস্টাব্দে
৮) কলকাতা বন্দর এর সহযোগী বন্দর কোনটি?
A) কোলাঘাট
B) হলদিয়া
C) কোচিন
D) চেন্নাই
উত্তর – হলদিয়া
৯) কে হরিয়ানার হারিকেন নামে পরিচিত?
A) রাহুল দ্রাবিড়
B) কে এল রাহুল
C) কপিল দেব
D) ভি ভি এস লক্ষণ
উত্তর – কপিল দেব
১০) আয়তনে পৃথিবীর সব থেকে বড় হ্রদ কোনটি?
A) বৈকাল সাগর
B) ক্যাম্পিয়ান সাগর
C) ভিম্বনাথ সাগর
D) সম্বর সাগর
উত্তর – ক্যাম্পিয়ান সাগর
১১) আরব সাগরের রানী কাকে বলা হয়?
A) সুরাট
B) কোচিন
C) কচ্ছ
D) ভূপাল
উত্তর – কোচিন
১২) জৈনদের ২৩ তম তীর্থঙ্কর কে?
A) ঋষভনাথ
B) মহাবীর
C) মহেন্দ্র নাথ
D) পার্শনাথ
উত্তর – ঋষভনাথ
১৩) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
A) সত্যপীর
B) বীরবল
C) মৌমাছি
D) বনফুল
উত্তর – বনফুল
১৪) গ্রিসের রাজধানীর নাম কি?
A) ওসলো
B) বেজিং
C) ব্যাংকক
D) এথেন্স
উত্তর – এথেন্স
১৫) দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি?
A) হিমালয়
B) আন্দিজ
C) ভঙ্গিল
D) আল্পস
উত্তর – আন্দিজ পর্বতমালা