WB Gram Panchayat Practice Set 05 – একনজরে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার বাছাই করা সেরা দশটি প্রশ্ন উত্তর। দেখুন আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৫।

Advertisement

WB Gram Panchayat Practice Set 05 – কিছুদিন আগেই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী লোকসভা নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েত পরীক্ষার নিয়ে আরও খবর পাওয়া যাবে। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো সেরা দশটি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর।

Advertisement

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা ১০ টি প্রশ্ন উত্তর

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এসে গেছে সুখবর। আজ এই প্রতিবেদনে আপনাদের হদিশ দেবো সেরা দশটি প্রশ্ন উত্তরের ঠিকানা যা আপনাকে আগামী দিনে পরীক্ষায় সাহায্য করবে ভীষণভাবে। তাহলে দেখুন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন উত্তর কোনগুলি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WB Gram Panchayat Practice Set 05

১) টাইগার হিল কোথায় অবস্থিত?
উত্তর – দার্জিলিং জেলায়

২) কপালকুণ্ডলা উপন্যাস কার রচনা?
উত্তর – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩) কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন?
উত্তর – বাচেন্দ্রি বাল

৪) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
উত্তর – মমতা বন্দ্যোপাধ্যায়

৫) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
উত্তর – আর্যভট্ট

৬) অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর – খেলাধুলা

৭) জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়?
উত্তর – ১৯৬৫ সাল

৮) ম্যাগনেট কি থেকে তৈরি হয়?
উত্তর – কোবাল্ট।

৯) মালাইচাকির হাড়কে কি বলা হয়?
উত্তর – প্যাটেলা।

১০) আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর – ১৯৩০ খ্রিস্টাব্দে।

WB Gram Panchayat Practice Set

Gram Panchayat Practice Set 01Read Now
Gram Panchayat Practice Set 02Read Now
Gram Panchayat Practice Set 03Read Now
Gram Panchayat Practice Set 04Read Now

Leave a Comment