ICDS Supervisor Result – রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ICDS নিয়োগ পরীক্ষা। সারা রাজ্যে বিপুল শূন্যপদে ICDS কর্মী ও সহায়িকা নিয়োগ প্রক্রিয়া চলছে। রাজ্য সরকার এই নিয়োগে তৎপর হয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ৩৫ হাজারেরও বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা নিয়োগ হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। বহু প্রতীক্ষার পর অবশেষে WB ICDS Supervisor Result 2019 প্রকাশিত হয়েছে।
যারা এই পরীক্ষায় বসেছিলেন, তারা অতি শীঘ্রই নিজেদের রেজাল্ট চেক করে নিন। পশ্চিমবঙ্গের অনেক প্রার্থী গত পাঁচ বছর ধরে আইসিডিএস (ICDS) প্রমোশনের অপেক্ষায় ছিলেন। অতএব পরীক্ষার রেজাল্টটি তাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে ICDS প্রমোশনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট কিভাবে চেক করবেন, তা নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো।
ICDS Supervisor Result Cut Off 2019 | ICDS সুপারভাইজার রেজাল্ট কাট অফ ২০২৪
ইন্ট্রিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) এর তরফে অফিসিয়ালভাবে প্রকাশিত নোটিফিকেশনে পরীক্ষার কাট অফ প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে,
ICDS সুপারভাইজার পরীক্ষার কাট অফ-
UR – 255.0, OBC(A) – 210.0, OBC(B) – 235.0, ST – 180, SC – 211, PH(HI) – 172, MSP – 187, PH(LDCP) – 202.4।
ICDS Supervisor Result 2019-এর লিস্ট দেখবেন কিভাবে?
আইসিডিএস সুপারভাইজার (ICDS SUPERVISOR) পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে। এই পরীক্ষার ফলাফল চেক করবেন কিভাবে? স্টেপ বাই স্টেপ নিম্নে আলোচনা করা হলো।
- ১) প্রথম ধাপ: রেজাল্ট চেক করার জন্য প্রার্থীদের প্রথমেই ভিজিট করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট (psc.wb.gov.in)।
- ২) দ্বিতীয় ধাপ: ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করার পর আপনাকে ক্লিক করতে হবে Latest News-এর ভিউ অল (View All) অপশনে।
- ৩) তৃতীয় ধাপ: এরপর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে।
- ৪) চতুর্থ ধাপ: এরপর স্ক্রিনে রেজাল্টটি চলে আসবে। এই লিংকে ক্লিক করে আপনি রেজাল্টের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজের ফলাফল চেক করে নিতে পারবেন। প্রার্থীরা নিজেদের কাছে রেজাল্টটি রেখে দেবেন। প্রয়োজনে প্রিন্ট আউট করে নিতে পারেন।
ICDS Supervisor Result – PDF File
Official Website – Visit Here