WB Gram Panchayat Practice Set 04 – রইল গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা দশটি প্রশ্ন উত্তর। দেখুন আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৪ একনজরে।

Advertisement

WB Gram Panchayat Practice Set 04 – সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু সরকারি চাকুরীর পরীক্ষার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম হলো গ্রাম পঞ্চায়েত পরীক্ষা। আগামী দিনে সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Advertisement

গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় সেরা ১০ টি প্রশ্ন উত্তরে ঠিকানা

অনেকেই আছেন যারা সরকারি চাকরির পরীক্ষায় বসতে চান কিন্তু অর্থের অভাবে সেইভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন না কোন শিক্ষকের কাছ থেকে। এই সমস্ত মানুষের জন্যই আজ এই প্রতিবেদন যেখানে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা ১০ টি প্রশ্ন উত্তরের সন্ধান দেওয়া হবে। তাহলে আর দেরি না করে দেখে ফেলুন প্রশ্ন উত্তরে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৪ তালিকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WB Gram Panchayat Practice Set 04

১) কংগ্রেস সম্মেলনকে কে “তিন দিনের তামাশা” বলে উল্লেখ করেছিলেন?
a) বি আর আম্বেদকর
b) বিনায়ক দামোদর সাভারকার
c) অশ্বিনী কুমার দত্ত
d) কেএম মুন্সী
উত্তর – অশ্বিনী কুমার দত্ত

২) গাজরের লাল রঙের জন্য দায়ী হল
a) বিলিরুবিন
b) ক্যারোটিন
c) ট্যানিন
d) বিলিভার্ডিন
উত্তর – ক্যারোটিন

৩) অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছিল?
a) নর্মদা
b) কৃষ্ণা
c) মহানদী
d) গোদাবরী
উত্তর – নর্মদা

৪) মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম তারকা ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা?
a) হরিয়ানা
b) পশ্চিমবঙ্গ
c) মহারাষ্ট্র
d) উত্তর প্রদেশ
উত্তর – পশ্চিমবঙ্গ

৫) ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
a) পন্ডিত জহরলাল নেহেরু
b) মৌলানা আব্দুল কালাম আজাদ
c) সি রাজা গোপালাচারী
d) বল্লভ ভাই প্যাটেল
উত্তর – মৌলানা আবদুল কালাম আজাদ

৬) ব্যাকটেরিয়া ধ্বংস করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
a) নিয়ন
b) হাইড্রোজেন
c) অক্সিজেন
d) ক্লোরিন
উত্তর – ক্লোরিন

৭) শুষ্ক বরফ কাকে বলে?
a) মিথেন হাইড্রেট
b) কার্বন ডাই অক্সাইড
c) কার্বন মনোক্সাইড
d) মিথেন অক্সাইড
উত্তর – কার্বন ডাই অক্সাইড

৮) কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে?
a) ছাগল
b) বাঘ
c) হরিণ
d) হাতি
উত্তর – হাতি

৯) পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কে?
a) নির্বাচন কমিশন
b) রাজ্যপাল
c) জেলাশাসক
d) রাজ্য সরকার
উত্তর – রাজ্য সরকার

১০) নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি?
a) ক্যাঙ্গারু
b) সিংহ
c) কিউই
d) এর কোনটাই নয়
উত্তর – এর কোনটাই নয়

WB Gram Panchayat Practice Set

Gram Panchayat Practice Set 01Read Now
Gram Panchayat Practice Set 02Read Now
Gram Panchayat Practice Set 03Read Now

Leave a Comment