WB Gram Panchayat Practice Set 03 – রইলো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৩

Advertisement

WB Gram Panchayat Practice Set 03 – গত দুটি নিবেদনে আপনাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়ার দুটি প্রশ্ন উত্তরের সেট নিয়ে এসেছিলাম। এবার এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো ১৫টি প্রশ্ন উত্তর, যা আপনাকে পরীক্ষায় ভালো ফলাফল আনতে সাহায্য করবে।

Advertisement

ইতি মুহূর্তে গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে বিজ্ঞপ্তি জারি করছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। তাই প্রত্যেক পরীক্ষার্থী আবেদন প্রক্রিয়ার পাশাপাশি সকলে শুরু করে দিয়েছে পরীক্ষার তোড়জোড়। এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো ১৫ টি প্রশ্ন উত্তরের সাজানো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৩।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WB Gram Panchayat Practice Set 03

১) ২৩১ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১৫ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে?
a) ৪
b) ২
c) ৩
d) ৬
উওর: ৬

২) একটি গাড়ির গতিবেগ ৫০ কিলোমিটার পার ঘন্টা, ৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে?
a) ৪৮
b) ৪৫
c) ৪৯
d) ৪৬
উত্তর: ৪৮

৩) A,B এর তিন গুণ কর্মক্ষম। A ও B একত্রে যে কাজ তিন দিনে করে সেই কাজ A একা কত দিনে করবে?
a) ১২
b) ৪
c) ৬
d) ৮
উত্তর: ১২

৪) বৃহত্তম কোন সংখ্যাকে ৫৮৩৪ থেকে বিয়োগ করলে বিয়োগ ফলটি ২০, ২৮, ৩২ এবং ৩৫ দ্বারা বিভাজ্য হবে?
a) ১১২০
b) ৫২০০
c) ৫৬০০
d) ৪৭১৪
উত্তর: ৪৭১৪

৫) ১৬২৫০ টাকায় ৮% বার্ষিক সুদের হারে ৭৩ দিনের সরল সুদ কত টাকা?
a) ৪৬০
b) ৫৬০
c) ৬৬০
d) ২৬০
উত্তর: ২৬০

৬) সৃজন এবং সাহেবের বয়সের অনুপাত ৪:৫। ১৮ বছর আগে এই অনুপাত ১১:১৬ হলে সুজন এবং সাহেবের বর্তমান বয়সের সমষ্টি কত?
a) ১০৫ বছর
b) ১১০ বছর
c) ৯০ বছর
d) ৮০ বছর
উত্তর: ৯০ বছর

৭) একটি দোকানে চাল এবং গমের অনুপাত ৫:২। চালের দাম ২:৫ অনুপাতে গমের দাম ৩:৫ অনুপাতে বৃদ্ধি পেলে, বর্তমানে চাল এবং গমের অনুপাত কত?
a) ১৫:১৩
b) ১০:৭
c) ৫:৭
d) ১৫:৪
উত্তর: ১০:৭

৮) কোন সংখ্যার ৫/৮ অংশ সংখ্যাটি সঙ্গে যোগ করলে যোগফল ৩৯ হবে?
a) ৪০
b) ২৪
c) ৩০
d) ২৬
উত্তর: ২৪

৯) কিছু লোক একটি কাজ ৬০ দিনে করে। যার জন্য লোক বেশি নিলে কাজটি ১০ দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক কাজ করছিল?
a) ৪০
b) ৩৫
c) ৪৫
d) ৫০
উত্তর: ৪০

১০) কোন সংখ্যাটি দ্বারা ৭৩৮৬০৩৮ বিভাজ্য?
a) ১১
b) ৩
c) ৪
d) ৯
উত্তর: ১১

১১) কোন সংখ্যাটি ৯৯ দ্বারা বিভাজ্য?
a) ১১৪৩৪৫
b) ১৩৫৭৯২
c) ৩৫৭২৪০৪
d) ৯১৩৪৬৪
উত্তর: ১১৪৩৪৫

১২) কোন সম্পত্তির চার ভাগে তিনভাগ অংশের মূল্য ২১ হাজার টাকা হলে, ওই সম্পত্তির সাতভাগের চারভাগ অংশের মূল্য কত?
a) ২৮ হাজার টাকা
b) ১৯ হাজার টাকা
c) ১৬ হাজার টাকা
d) ১৪ হাজার টাকা
উত্তর: ১৬ হাজার টাকা

১৩) কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ৩ ৪ ৫ ৬ ৮ দ্বারা বিভাজ্য?
a) ৯০০
b) ১২০০
c) ৩৬০০
d) ১৬০০
উত্তর: ৩৬০০

১৪) সুদের হার দুই শতাংশ যদি বাড়ে, তাহলে ৬০০০ টাকায় তিন বছরে কত বেশি সুদ পাওয়া যাবে?
a) ৩৬০
b) ১৮০
c) ৩২০
d) ৪১০
উত্তর: ৪১০

১৫) এক ব্যক্তি কোন দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে। প্রথম অর্ধাংশ ১০.৫ কিলোমিটার পার ঘন্টা, দ্বিতীয় অর্ধাংশ ১২ কিলোমিটার পার ঘন্টায় অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব কত?
a) ৬৫ কিলোমিটার
b) ৫৬ কিলোমিটার
c) ১১২ কিলোমিটার
d) এরকমটাই নয়
উত্তর: ৫৬ কিলোমিটার

WB Gram Panchayat Practice Set

Gram Panchayat Practice Set 01Read Now
Gram Panchayat Practice Set 02Read Now

Leave a Comment