WB Gram Panchayat Exam Practice set 08 – পঞ্চায়েত পরীক্ষার সেরা ১৫ টি প্রশ্ন উত্তর দেখুন এই প্রতিবেদনে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৭

Advertisement

WB Gram Panchayat Exam Practice set 08 – আর পাঁচটা সরকারি চাকরির মতোই গ্রাম পঞ্চায়েত পরীক্ষা হল একটি সরকারি চাকরির পরীক্ষা। অনেকেই আছেন যারা এই মুহূর্তে এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন জোর কদমে। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য

Advertisement

WB Gram Panchayat Exam Practice set 08

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা তৈরি করেছি একের পর এক প্র্যাকটিস সেট। আপনি যদি খুব সহজে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই দেখতে হবে এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ১৫ টি সেরা প্রশ্ন উত্তরের তালিকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

১) পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেন?
A) বিষ্ণু শর্মা
B) হরি সেন
C) দন্ডী
D) ভাস

উত্তর : বিষ্ণু শর্মা

২) কোষের শক্তিঘর কাকে বলে?
A) নিউক্লিয়াস
B) মাইটোকনড্রিয়া
C) অগ্ন্যাশয়
D) গলগি বডি

উত্তর : মাইটোকনড্রিয়া

৩) ভারতে মনসবদারী প্রথার প্রচলন কে করেন?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) বাবর
D) হুমায়ুন

উত্তর: আকবর

৪) চৈতন্য চরিত্রা মৃত বইটি কে লেখেন?
A) মুকুন্দরাম চক্রবর্তী
B) কৃষ্ণ দাস কবিরাজ
C) শুদ্রক
D) জয়দেব

উত্তর : কৃষ্ণদাস কবিরাজ

৫) স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
A) ভিটামিন ডি
B) ভিটামিন সি
C) ভিটামিন ই
D) ভিটামিন কে

উত্তর : ভিটামিন সি

৬) চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করা হয় কত সালে?
A) ১৮৯২ সালে
B) ১৮৮৮ সালে
C) ১৮০০ সালে
D) ১৮৯৯ সালে

উত্তর: ১৮৯৯ সালে

৭) অন্নদা মঙ্গল কাব্যটি কে রচনা করেন?
A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B) ভারতচন্দ্র রায়গুনাকর
C) মানিক বন্দ্যোপাধ্যায়
D) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

৮) রেনেসাঁস কথাটির অর্থ কি?
A) পবিত্র
B) নবজাগরণ
C) জ্ঞান
D) বিপ্লব

উত্তর: নবজাগরণ

৯) অবাক জলপান নাটকটি কে লিখেছিলেন?
A) সমরেশ বসু
B) তুলসী লাহিড়ী
C) অন্নদাশঙ্কর রায়
D) সুকুমার রায়

উত্তর: সুকুমার রায়

১০) বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন?
A) বিশাখা দত্ত
B) মহেন্দ্র বর্মন
C) বরাহমিহির
D) বাকপতি

উত্তর: বরাহমিহির

১১) অশোকের শিলালিপি গুলি পাঠোদ্ধার করেন কে?
A) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
B) মানষ ভূঁইয়া
C) জেমস প্রিন্সেপ
D) দয়ারাম সাহানি

উত্তর: জেমস প্রিন্সেপ

১২) সুনীল গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন?
A) বাণীকুমার
B) নীলকন্ঠ
C) নীললোহিত
D) সত্যপীর

উত্তর : নীললোহিত

১৩) WTO সদর দপ্তর কোথায় অবস্থিত?
A) জেনেভা
B) সুইজারল্যান্ড
C) ওয়াশিংটন
D) প্যারিস

উত্তর: জেনেভা

১৪) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
A) ত্রিপিটক
B) কোরান
C) সূত্রপিটক
D) বাইবেল

উত্তর: ত্রিপিটক

১৫) আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A) আব্রাহাম লিংকন
B) বারাক ওবামা
C) জর্জ ওয়াশিংটন
D) রুজভেল্ট

উত্তর: জর্জ ওয়াশিংটন

WB Gram Panchayat Exam Practice Set

Gram Panchayat Exam Practice Set 01Read Now
Gram Panchayat Exam Practice Set 02Read Now
Gram Panchayat Exam Practice Set 03Read Now
Gram Panchayat Exam Practice Set 04Read Now
Gram Panchayat Exam Practice Set 05Read Now
Gram Panchayat Exam Practice Set 06Read Now
Gram Panchayat Exam Practice Set 07Read Now

Leave a Comment