WB Gram Panchayat Exam practice set 07 – পঞ্চায়েত পরীক্ষার সেরা ১৫ টি প্রশ্ন উত্তর দেখুন এই প্রতিবেদনে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৭

Advertisement

WB Gram Panchayat Exam practice set 07 – ইতিমধ্যেই বেরিয়ে গেছে পঞ্চায়েত পরীক্ষার বিজ্ঞপ্তি। লোকসভা নির্বাচনের পরেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। আপনিও যদি হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যে একজন হন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। পঞ্চায়েত পরীক্ষা প্রাকটিস সেট ০৭।

Advertisement

আপনি যদি পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং আপনার যদি সময়ের অভাব থাকে তাহলে আপনার জন্য আমাদের তৈরি করা এই প্র্যাকটিস সেট একেবারে যথাযথ। এখানে আপনি পেয়ে যাবেন সম্ভাব্য প্রশ্ন উত্তরের ঠিকানা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

WB Gram Panchayat Exam practice set 07

১) ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন

A) ফা হিয়েন
B) অশ্বঘোষ
C) কলহন
D) মেগাস্থিনিস
উত্তর : মেগাস্থিনিস

২) নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

A) বিজাপুর
B) পাটনা
C) রাচি
D) যোধপুর
উত্তর : পাটনা

৩) কাবলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেন?

A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) আশাপূর্ণা দেবী
C) সুকুমার রায়
D) সতীনাথ ভাদুড়ী
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

৪) চিনে বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কে?

A) পাঞ্জাব
B) মিজোরাম
C) গুজরাট
D) উত্তর প্রদেশ
উত্তর : গুজরাট

৫) ম্যাডোনা ছবিটি এঁকেছেন কে?

A) রাফায়েল
B) পাবলো পিকাসো
C) লিওনার্দো দা ভিঞ্চি
D) মাইকেল অ্যাঞ্জেলো
উত্তর : রাফায়েল

৬) হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে?

A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) রাজ্যপাল
D) মুখ্যমন্ত্রী
উত্তর : রাষ্ট্রপতি

৭) ভারতের তোতাপাখি কাকে বলা হয়?

A) আমির খসরু
B) কলহন
C) হরি সিং
D) আবুল ফজল
উত্তর : আমির খসরু

৮) কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

A) ১৮৫৪ সাল
B) ১৮৬০ সাল
C) ১৮৫৭ সাল
D) ১৮৬৫ সাল
উত্তর : ১৮৫৭ সাল।

৯) তাপ্তি এবং নর্মদা নদীর মাঝে অবস্থিত কোন পর্বত?

A) বিন্ধ পর্বত
B) স্তুপ পর্বত
C) আরাবল্লী পর্বত
D) সাতপুরা পর্বত
উত্তর : সাতপুরা পর্বত

১০) বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম গ্রহণ করেন কত সালে?

A) ১৯৯২ সাল
B) ১৯৯৭ সাল
C) ১৮৮৯ সালে
D) ১৮৮৮ সালে
উত্তর : ১৮৮৯ সাল

১১) নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোন জেলায়?

A) হুগলি জেলায়
B) নদীয়া জেলায়
C) বাঁকুড়া জেলায়
D) মালদা জেলায
উত্তর : নদীয়া জেলায়

১২) বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?

A) এডিশন
B) ম্যাডাম কুরী
C) নিউটন
D) জন ডালটন
উত্তর : এডিসন

১৩) দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল কে কি বলে?

A) দোয়াব
B) বদ্বীপ
C) মগ্নচড়া
D) কয়ার
উত্তর : দোয়াব

১৪) পাঞ্জাব কেশরী কাকে বলা হয়?

A) লালা লাজপত রায়
B) বিপিনচন্দ্র পাল
C) লালা হরদয়াল
D) যতীন দাস
উত্তর : লালা লাজপত রায়

১৫) রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?

A) ভিটামিন ডি এর অভাবে
B) ভিটামিন কে এর অভাবে
C) ভিটামিন এ এর অভাবে
D) ভিটামিন সি এর অভাবে
উত্তর : ভিটামিন ডি এর অভাবে

WB Gram Panchayat Exam Practice Set

Gram Panchayat Exam Practice Set 01Read Now
Gram Panchayat Exam Practice Set 02Read Now
Gram Panchayat Exam Practice Set 03Read Now
Gram Panchayat Exam Practice Set 04Read Now
Gram Panchayat Exam Practice Set 05Read Now
Gram Panchayat Exam Practice Set 06Read Now

Leave a Comment