WBPSC Clerkship Exam Practice set 13 – পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য WBPSC Clerkship Exam খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার তিনটি পর্যায় যেমন পার্ট I অবজেক্টিভ টাইপ, পার্ট II প্রচলিত প্রকার-লিখিত, এবং একটি টাইপিং টেস্ট করতে হবে।
WBPSC Clerkship Exam যারা প্রথম দিচ্ছেন তাদের মাথায় চিন্তা থাকে সব সময়। কেমন প্রশ্ন আসবে পরীক্ষায়, প্রশ্ন থাকেই। তাই তাদের চিন্তার অবসান ঘটবে এবার। WBPSC Clerkship Exam এর জন্য এবার সম্ভাব্য কিছু প্রশ্ন আর উত্তর দেওয়া হলো নিচে।
WBPSC Clerkship Exam Practice set 13
1) এক ব্যবসায়ী 210 টাকায় 100 টি আম কেনার পর 6% নষ্ট হয়ে গেল। অবশিষ্ট আমের প্রতিটি কি দামে বিক্রি করলে, তার মোট 25 টাকা লাভ হবে?
A) 2.9 টাকা
B) 2.4 টাকা
C) 3 টাকা
D) 2.5 টাকা
উওর – 2.5 টাকা
2) একটি ট্রাস্ট বোর্ড প্রতি বছর তার আয়ের 1/5 অংশ একটি হাসপাতালে, অবশিষ্টাংশের 1/2 অংশ একটি বিদ্যালয় এবং বাকি টাকা 10 জন ছাত্রকে সমানভাবে দেয়। প্রতি ছাত্র 1200 টাকা পেলে ওই বছর ট্রাস্টের বার্ষিক আয় কত?
A) 30000 টাকা
B) 40000 টাকা
C) 36000 টাকা
D) 27000 টাকা
উওর – 30000 টাকা
3) 1 থেকে 199 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত?
A) 100000
B) 2000
C) 1000
D) 10000
উওর – 10000
4) একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, এবং এর পরিসীমা 36 সেন্টিমিটার। ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
A) 20 সেন্টিমিটার
B) 16 সেন্টিমিটার
C) 18 সেন্টিমিটার
D) 14 সেন্টিমিটার
উওর – 16 সেন্টিমিটার
5) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
A) 4
B) 28
C) 14
D) 7
উওর – 7
6) পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয় কোন সংখ্যা দিয়ে?
A) 2
B) 4
C) 3
D) 6
উওর – 3
7) যদি A: B = 3:2, B: C=3:5 হয়, তবে A: B: C = ?
A) 3:2:5
B) 2:4:7
C) 9:6:10
D) 6:3:5
উওর – 9:6:10
8) 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত?
A) 75
B) 77
C) 74
D) 79
উওর – 77
9) একটি ক্রিকেট খেলায় A এবং B এর মোট রান 212, B এবং C এর মোট রান 184, Aএবং C এর মোট রান 104 হলে, C এর রান কত?
A) 32
B) 38
C) 68
D) 40
উওর – 38
10) একটি বিদ্যালয় মোট 600 জন ছাত্রছাত্রীর মধ্যে অংশ ছাত্রী, ছাত্রীদের 20% এবং ছাত্রদের 15% পরীক্ষায় অকৃতকার্য হলো। বিদ্যালয় মোট কত জন অকৃতকার্য হয়েছে?
A) 80
B) 100
C) 90
D) 105
উওর – 100
All Free WBPSC Clerkship Exam Practice set
Clerkship Practice set 01 | Read Now |
Clerkship Practice set 02 | Read Now |
Clerkship Practice set 03 | Read Now |
Clerkship Practice set 04 | Read Now |
Clerkship Practice set 05 | Read Now |
Clerkship Practice set 06 | Read Now |
Clerkship Practice set 07 | Read Now |
Clerkship Practice set 08 | Read Now |
Clerkship Practice set 09 | Read Now |
Clerkship Practice set 10 | Read Now |
Clerkship Practice set 11 | Read Now |
Clerkship Practice set 12 | Read Now |