WBPSC Clerkship Practice set 09 – অনেকেই আছেন যারা WBPSC ক্লার্কশিপ ও গ্রাম পঞ্চায়েত নিয়োগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি যদি WBPSC ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে এক নজরে দেখে নিন এই প্রতিবেদন, যেখানে আমরা বলে দেবো সেরা দশটি প্রশ্ন উত্তরের ঠিকানা
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সেরা ১০টি প্রশ্ন উত্তর
আমরা সকলেই জানি WBPSC ক্লার্কশিপ চাকরি পাওয়ার জন্য রাজ্যের একাধিক ছাত্রছাত্রী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ আমরা সেই প্রস্তুতিতে যাতে কোন অভাব না থাকে তার জন্য আজকের এই প্রতিবেদন। আজ তেমনি দশটি প্রশ্ন উত্তরের ঠিকানা নিয়ে এসেছি আপনাদের সামনে তুলে ধরব।
WBPSC Clerkship Practice set 09
১) অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: মৌলভী আহমদ উল্লাহ
২) সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোগ করেছে?
উত্তর: ভূমধ্যসাগর এবং লোহিত সাগর
৩) গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয়?
উত্তর: রন।
৪) দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায়?
উত্তর: চেন্নাই।
৫) মুত্রে রক্তের উপস্থিতি কে কি বলা হয়?
উত্তর: হিমাচুরিয়া
৬) আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২রা অক্টোবর।
৭) মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?
উত্তর: সিরোজেম।
৮) ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে?
উত্তর: ওম বিড়লা।
৯) ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করে?
উত্তর: শ্যাম জি কৃষ্ণ বর্মা
১০) ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা।