Haldia Job Vacancy – হলদিয়া পেট্রোকেমিক্যালসে রয়েছে বিভিন্ন পদে কাজের সুযোগ! আবেদন জানান অনলাইনে, ৩০ এপ্রিলের মধ্যে

Advertisement

Haldia Job Vacancy – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। শিল্প শহর হলদিয়ায় রয়েছে নতুন কাজের সুযোগ। বর্তমানে হলদিয়া শিল্পে প্রভূতি উন্নতি করেছে।‌ যার সঙ্গে পাল্লা দিয়ে নিয়োগ বেড়েছে সংশ্লিষ্ট অঞ্চলে। হলদিয়া পেট্রোকেমিকেলসের তরফে অতি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ‌এই নিয়োগে আবেদন জানানোর সুযোগ থাকছে এই রাজ্যের যুবক যুবতীদের।

Advertisement

বিভিন্ন পদের কর্মখালি বিজ্ঞপ্তি (Haldia Job Vacancy Notification) প্রকাশ হয়েছে। এই নিয়োগের আবেদন অনলাইনে হবে। তবে আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি আপনার জেনে নেওয়া জরুরী।আজকের প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে। যদি আপনিও একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তবে গোটা প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী (Haldia Job Vacancy) নিয়োগ ২০২৪

সম্প্রতি হলদিয়া পেট্রোকেমিক্যালসের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে যে, বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ হবে। এক নয় বরং একাধিক পদে কর্মী নিয়োগ হবে বলে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। কোন কোন পদে কর্মী নিয়োগ হবে? সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন যে যে পদের জন্য-

  • i) ডেপুটি ম্যানেজার,
  • ii) ম্যানেজার ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট মেকানিক্যাল
  • iii) ডেপুটি
  • iv) ম্যানেজার ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট ইলেক্ট্রিক্যাল
  • v) রোটেটিং ইকুইপমেন্ট রিলায়েবিলিটি ম্যানেজার
  • vi) স্ট্যাটিক ইকুইপমেন্ট রিলায়েবিলিটি ম্যানেজার
  • vii) ইলেক্ট্রিক্যাল রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার এবং
  • viii) ইনস্ট্রুমেন্ট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন – SCI Law Clerk Job Vacancy 2024 – সুপ্রিম কোর্টে ক্লার্ক ও আ্যসিটেন্ট পদে কর্মী নিয়োগ। জানুন আবেদন প্রক্রিয়া

মোট শূন্যপদের সংখ্যা

এই নিয়োগের মোট শূন্যপদ কত হবে, স্পষ্ট করে জানানো হয়নি। তবে অনেক চাকরিপ্রার্থী যে এই নিয়োগে আবেদনযোগ্য, তা নোটিফিকেশন থেকে জানা যায়।

নিযুক্তদের পোস্টিং

নোটিফিকেশন থেকে জানা যায়, এখানে যারা চাকরি পাবেন তাদের সবার পোস্টিং হবে হলদিয়া দপ্তরে। সেখানেই কাজ করতে হবে তাঁদের। ‌

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়- ডেপুটি ম্যানেজার ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট মেকানিক্যাল পদে‌ যে সকল প্রার্থীরা আবেদন জানাতে চান, তাদের কোনো স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং-এ নাটক হতে হবে। এর পাশাপাশি ৮ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অন্যান্য পদের ক্ষেত্রে পেশাদারী যোগ্যতা আলাদা রাখা হয়েছে।

আবেদন জানাবেন কিভাবে?

এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের প্রথমেই ভিজিট করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে অ্যাপ্লিকেশনের লিংকে ক্লিক করে নিজেদের সমস্ত তথ্য পূরণ করুন, ডকুমেন্টগুলি আপলোড করুন। ‌সময়ের মধ্যে যদি আপনি আপনার সমস্ত তথ্য জমা করতে পারেন, তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে।

আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন জমা করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এরপর আর আবেদন জমা হবে না। ‌ বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন – WBJEE Admit Card 2024 – 28 এপ্রিল মাসেই আয়োজিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কবে হাতে পাবেন অ্যাডমিট কার্ড? জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটVisit Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনRead Now

Leave a Comment