গ্রাম পঞ্চায়েত পরীক্ষার নতুন প্র্যাকটিস সেট ,পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫টি প্রশ্ন উত্তর দেখে নিন এক নজরে। WB Gram Panchayat Practice Set 12

Advertisement

WB Gram Panchayat Practice Set 12 – আগামী দিনে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ যার মধ্যে আপনি হয়তো একজন। হাতে সময় নেই কিন্তু প্রস্তুতি নিতে হবে ভালোভাবে তাই আজ আপনাদের জন্য আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে এলাম আমরা, যা আপনাকে আগামী দিনে পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।

Advertisement

পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ১২। WB Gram Panchayat Practice Set 12

অনেকেই আছেন যারা সংসার বাক কাজ সামলে সরকারি চাকরি পরীক্ষা দেন। আলাদা করে সময় বের করে কোচিংয়ে যাবার সময় থাকে না তাদের। এই সমস্ত মানুষের সুবিধার জন্য আমরা তৈরি করেছি প্র্যাকটিস সেট, যা বিনা সমস্যায় আপনাকে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

১) ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন?
A. ডক্টর রাজেন্দ্র প্রসাদ
B. বি আর আম্বেদকর
C. জহরলাল নেহেরু
D. সচিন্দানন্দ সিনহা
উত্তর: সচিন্দানন্দ সিনহা
২) ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
A. ১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
B. ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর
C. ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি
D. ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট
উত্তর: ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি
৩) কবে ভারতের সংবিধান গৃহীত হয়?
A. ১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
B. ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর
C. ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি
D. ১৯৪৭ সালের ১৫ই আগস্ট
উত্তর ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর
৪) কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রপ্রকাশ করে?
A. ১৯৫১ সালে
B. ১৯৪৯ সালে
C. ১৯৫২ সালে
D. ১৯৫০ সালে
উত্তর: ১৯৫০ সালে
৫) কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়?
A. ডক্টর রাজেন্দ্র প্রসাদ
B. বি আর আম্বেদকর
C. জহরলাল নেহেরু
D. বি এন রাউ
উত্তর: বি আর আম্বেদকর
৬) ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে?
A. তিন বছর
B. দুই বছর
C. চার বছর
D. পাঁচ বছর
উত্তর: তিন বছর

আরও পড়ুন – পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তর দেখুন এই প্রতিবেদনে পঞ্চায়েত পরীক্ষার প্র্যাক্টিস সেট ১১, WB Gram Panchayat Practice Set 11

৭) গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে?
A. লাহোর
B. কলকাতা
C. বোম্বে
D. দিল্লি
উত্তর: দিল্লি
৮) গণপরিষদের খসরা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
A. বি আর আম্বেদকর
B. ডক্টর রাজেন্দ্র প্রসাদ
C. সচিন্দানন্দ সিনহা
D. জহরলাল নেহেরু
উত্তর: বি আর আম্বেদকর
৯) সংবিধানের কোন অধ্যায় মৌলিক অধিকার বর্ণিত আছে?
A. দ্বিতীয়
B. তৃতীয়
C. প্রথম
D. চতুর্থ
উত্তর: তৃতীয়
১০) ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে?
A. ১৯৪৭ সালে
B. ১৯৪৮ সালে
C. ১৯৫০ সালে
D. ১৯৪৫ সালে
উত্তর: ১৯৪৬ সালে
১১) ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে?
A. ব্রিটেন
B. আয়ারল্যান্ড
C. আমেরিকা
D. ফ্রান্স
উত্তর: ব্রিটেন
১২) ভারতীয় সংবিধানের রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?
A. ৩০৫ জন
B. ৩০৮ জন
C. ৩৮৯ জন
D. ৩০০ জন
উত্তর: ৩৮৯ জন
১৩) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন?
A. বি আর আম্বেদকর
B. সচিন্দানন্দ সিনহা
C. জহরলাল নেহেরু
D. ডক্টর রাজেন্দ্র প্রসাদ
উত্তর সচিন্দানন্দ সিনহা
১৪) চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন?
A. সাত জন
B. তিনজন
C. নয় জন
D. পাঁচজন
উত্তর: সাতজন
১৫) কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল?
A. ১৯৪৭ সালে
B. ১৯৪৬ সালে
C. ১৯৪৮ সালে
D. ১৯৫০ সালে
উত্তর: ১৯৪৮ সালে

আরও পড়ুন – WB Gram Panchayat Exam Practice set 10, পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা

Leave a Comment