WB Gram Panchayat Exam Practice set 10, পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা

Advertisement

স্কুল শিক্ষক দুর্নীতি নিয়োগের মধ্যেই এসে গেছে পঞ্চায়েত পরীক্ষা। ইতিমধ্যে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সকলেই। তবে ঠিক কি কি প্রশ্ন আসতে পারে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। তাহলে চলুন দেখে নেওয়া যাক পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা

Advertisement

WB Gram Panchayat Exam Practice set 10

এই প্রতিবেদনে আপনাকে দেওয়া হবে সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তর, যা আপনাকে আগামী দিনে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে আপনি দেখে নিন আগামী পঞ্চায়েত পরীক্ষায় ঠিক কি কি প্রশ্ন উত্তর আসবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

১) পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছিলেন কে?
a) অরবিন্দ ঘোষ
b) বিবেকানন্দ
c) বিদ্যাসাগর
d) স্বামী দয়ানন্দ
উত্তর: স্বামী বিবেকানন্দ

২) শ্রীচৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
a) জৈন ধর্ম
b) বৌদ্ধ ধর্ম
c) বৈষ্ণব ধর্ম
d) হিন্দু ধর্ম
উত্তর: বৈষ্ণব ধর্ম

৩) ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন?
a) ল্যারিপেজ
b) আর্থার রিম্বন
c) ম্যাডাম কুরী
d) ওয়াটার ম্যান
উত্তর: ওয়াটারম্যান

৪) মাস্টারদা নামে পরিচিত কে?
a) বল্লাল সেন
b) সূর্যসেন
c) লক্ষণ সেন
d) সামন্ত সেন
উত্তর: সূর্যসেন

৫) wings of Fire আত্মজীবনী কার ?
a) এপিজে আবদুল কালাম
b) শচিন টেন্ডুলকার
c) প্রফুল্ল চন্দ্র রায়
d) অমর্ত্য সেন
উত্তর: এপিজে আবদুল কালাম

৬) ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে?
a) কিরন বেদী
b) আন্না চান্দি
c) বাচেন্দ্রি পাল
d) ছন্দা গাইন
উত্তর: বাচেন্দ্রি পাল

৭) পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
a) থর মরুভূমিকে
b) পামির মালভূমি কে
c) গোবি মালভূমিকে
d) হিরাকুদ বাধকে
উত্তর: পামির মালভূমিকে

৮) টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম?
a) প্রেমেন্দ্র মিত্র
b) দীনবন্ধু মিত্র
c) মনিশ ঘটক
d) প্যারীচাঁদ মিত্র
উত্তর: প্যারীচাঁদ মিত্র

৯) ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল
a) ত্রিপুরা
b) আসাম
c) নাগাল্যান্ড
d) গোয়া
উত্তর: গোয়া

১০) ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কে পান?
a) ইন্দিরা গান্ধী
b) মীরা কুমারী
c) আশাপূর্ণা দেবী
d) মহাশ্বেতা দেবী
উত্তর : আশাপূর্ণা দেবী

১১) অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তি নীতি গ্রহণ করেন কবে?
a) তরাইনের যুদ্ধের পর
b) বাংলা ভাগের পর
c) কলিঙ্গ যুদ্ধের পর
d) বিশ্বযুদ্ধের পর
উত্তর: কলিঙ্গ যুদ্ধের পর

১২) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
a) উমেশ চন্দ্র মুখোপাধ্যায়
b) মহাত্মা গান্ধী
c) সুভাষচন্দ্র বসু
d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: উমেশ চন্দ্র মুখোপাধ্যায়

১৩) ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক?
a) ব্রাজিল
b) চিলি
c) উরুগুয়ে
d) প্যারাগুয়ে
উত্তর : ব্রাজিল

১৪) ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?
a) ফাতেমা বিবি
b) ডক্টর জাকির হোসেন
c) শরিফউদ্দিন কিচ্লু
d) এপিজে আবদুল কালাম
উত্তর: ডক্টর জাকির হোসেন

১৫) বীরবল কার ছদ্মনাম?
a) প্রমথ চৌধুরী
b) বিমল ঘোষ
c) রাজ শেখর বসু
d) সমরেশ বসু
উত্তর : প্রমথ চৌধুরী

আরও পড়ুন – WB Gram Panchayat Exam Practice set 09 – পঞ্চায়েত পরীক্ষার জন্য সেরা ১৫ টি প্রশ্ন উত্তরে ঠিকানা

Leave a Comment