Food SI Exam 2024 – বাতিল হল Food SI নিয়োগ! কলকাতা হাইকোর্টের বিরাট নির্দেশ!

Advertisement

Food SI Exam 2024 – চাকরিপ্রার্থীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ। বাতিল হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাব ইন্সপেক্টর (WBPSC SI Exam) পদের পরীক্ষা। গত ১৬ এবং ১৭ ই মার্চ ছিল পাবলিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। দুদিন ধরে মোট ছটি শিফটে পরীক্ষা হয়ে ছিল। দিনরাত পরিশ্রম করে ছাত্র-ছাত্রীরা নিজেদের স্বপ্ন পূরণের আশায় ছিলেন। অনেকেই বুক বেঁধেছিলেন এবারে চাকরিটা হয়তো তাঁরা পাকা করবেন কিন্তু সমস্তটাই অধরা থেকে গেল। আসুন সমস্তটা জানি সবিস্তারে।

Advertisement

পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষার্থীরা অভিযোগ জানান অনেক এমন পরীক্ষার্থী ছিলেন যাঁরা পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করেছিলেন এবং শুধু ব্যবহার নয় রীতিমত ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর ঘটনাও ঘটে। যাঁরা সেই পরীক্ষা কেন্দ্রে গার্ড ছিলেন তারাও ছিলেন নীরব দর্শক। তাঁদের ভূমিকা নিয়েও বারংবার প্রশ্ন উঠেছে। এরই পাশাপাশি জানা গিয়েছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র অত্যন্ত চড়া দামে বিক্রি হয়েছে। এক কথায় উত্তর জেনেই অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসেছিলেন। এমন চিত্র আজকাল প্রায়শই দেখা যাচ্ছে চাকরির পরীক্ষাগুলিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – UIDAI Recruitment – আধার দপ্তরে রয়েছে কাজের সুযোগ! মাসিক বেতন লক্ষাধিক, কিভাবে আবেদন করবেন? জেনেনিন পদ্ধতি

প্রথম শিফটের পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। ১৬ তারিখের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বেলা বারোটা থেকে। অথচ সকাল ১১ঃ৪২ মিনিটে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা জানা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিজ্ঞপ্তি পর থেকে ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমই সার হল। আপাতত ফুড এস আই পদে নিয়োগ স্থগিত রাখল হাইকোর্ট। আবারো একবার অনিশ্চিত চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। রাজ্যে একের পর এক বেহাল দুরাবস্থায় চাকরি প্রার্থীরা ঘেরাও করবার পরিকল্পনা করছেন যদিও তা আগামী দিনে কতটা সাফল্য এনে দেবে তা সময়েই বলবে।

বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে (Justice Rajasekhar Mantha) এই মামলাটি শুনানি হয় যেখানে বিচারপতি সিআইডিকে (CID) নির্দেশ দেন আগামী মে মাসের ২২ তারিখের মধ্যে সমস্ত তদন্ত শেষ করতে হবে এবং হাইকোর্টে তাদের রিপোর্ট পেশ করতে হবে। সাথে সমস্ত প্রমাণপত্র জমা দিতে হবে। যেভাবে রাজ্যে একের পর এক চাকরির দুর্নীতি সামনে আসছে তাতে আগামী দিনে ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছে। সামনেই লোকসভা ভোট তার আগেই এমন চিত্র ভোটে কি প্রভাব পড়তে চলেছে তা চিন্তায় ফেলছে বিভিন্ন রাজনৈতিক দলের শিবিরে।

আরও পড়ুন – RRB Group D Recruitment – চাকরি খুঁজছেন? রেলের বিভিন্ন পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন আবেদন পদ্ধতি

Leave a Comment