UIDAI Recruitment – আধার দপ্তরে রয়েছে কাজের সুযোগ! মাসিক বেতন লক্ষাধিক, কিভাবে আবেদন করবেন? জেনেনিন পদ্ধতি

Advertisement

ভারতবর্ষের আধার দপ্তর (UIDAI) এর তরফে নতুন করে কর্মী নিয়োগের (UIDAI Recruitment Notification) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একের বেশি পদে এখানে কর্মী নিয়োগ হবে। যারা আবেদন জানাবেন, তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। নির্বাচিতদের প্রতি মাসে উচ্চ বেতন দেওয়া হবে, পাশাপাশি রয়েছে একাধিক সুবিধা। আপনি যদি চাকরির খোঁজে থেকে থাকেন, তাহলে অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে ব্যাখ্যা করা হলো এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত।

Advertisement

UIDAI Recruitment 2024 New Notification

Advertisement NoF. No.12013/21/ Deputation / RO Mumbai /20-UIDAI
শূন্যপদের নামAssistant Section Officer
নিয়োগ সংস্থায়Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Mumbai.
নতুন চাকরির খবরএখানে পড়ুন

সম্প্রতি আধার দপ্তর (UIDAI) এর তরফে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মূলত দুটি পদে কর্মী নিয়োগ হবে। একটি হলো 1) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আর অপরটি হল 2) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার। সব মিলিয়ে
মোট তিনজন প্রার্থীকে নিয়োগ করা হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে দুজন প্রার্থী নিয়োগ পাবেন এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদে একজন প্রার্থীকে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

শিক্ষাগত যোগ্যতা – এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। আপনি যদি এখানে আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নিন।

আরও পড়ুন – RRB Group D Recruitment – চাকরি খুঁজছেন? রেলের বিভিন্ন পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন আবেদন পদ্ধতি

বয়সসীমা – এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের বয়সের মাপকাঠি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদনরত প্রার্থীদের বয়সের সীমা ৫৬ বছর। অর্থাৎ আপনার বয়স যদি ৫৬ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও এই নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারেন।

বেতন কাঠামো

এখানে দুটি পদের জন্যই নিযুক্ত প্রার্থীদের উচ্চ পারিশ্রমিক দেওয়া হবে। যারা নিয়োগ প্রক্রিয়ায় অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং শূন্যপদে নিয়োগ পাবেন তাদের প্রত্যেক মাসের পারিশ্রমিক হবে ৩৫,৪০০ থেকে ১,১২, ৪০০ টাকার মধ্যে। অন্যদিকে, যারা এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদে যোগ্য বলে বিবেচিত হবেন এবং শূন্যপদে নিয়োগ পাবেন, তাদের প্রতিমাসের পারিশ্রমিক হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকার মধ্যে।

আরও পড়ুন – Post Office Recruitment – মাধ্যমিক পাশের যোগ্যতায় পোস্ট অফিসে নন গেজেটেড গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! আবেদন প্রক্রিয়া জেনে নিন

আবেদন জানাবেন কিভাবে

এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে অফলাইন মারফত। আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন। আগ্রহী প্রার্থীরা নিজেদের আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দেবেন। কোন ঠিকানায় পাঠাতে হবে দেখে নিন-

Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400005

আবেদনের সময়সীমা – যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তারা নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন আগামী ১৩ জুনের মধ্যে। সময়সীমা মেনে আবেদন জমা করতে হবে। নচেৎ আপনার অ্যাপ্লিকেশনটি জমা নেওয়া হবে না।

অফিসিয়াল ওয়েবসাইটHere
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিDownload

Leave a Comment