পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তর দেখুন এই প্রতিবেদনে পঞ্চায়েত পরীক্ষার প্র্যাক্টিস সেট ১১, WB Gram Panchayat Practice Set 11

Advertisement

WB Gram Panchayat Practice Set 11 – লোকসভা নির্বাচনের পরেই শুরু হয়ে যাবে পঞ্চায়েত পরীক্ষার তোড়জোড়। এই মুহূর্তে আপনার একমাত্র উদ্দেশ্য পঞ্চায়েত পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা। আপনি যদি তেমনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই।
এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল পঞ্চায়েত পরীক্ষার সম্ভাবনা ১৫ টি প্রশ্ন উত্তরে তালিকা যা আপনাকে আগামী দিনে ভালো ফলাফল দিতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন এক নজরে সেরা ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা

Advertisement

WB Gram Panchayat Practice Set 11

১) সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে?
A) ১৯৭৪ সালে ( ৩৫ তম)
B) ১৯৭৪ সালে (৪২ তম)
C) ১৯৬৯ সালের (২২ তম)
D) ১৯৭৫ সালে(৩৬ তম)
উত্তর: ১৯৭৪ সালে ( ৩৫ তম)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

২) মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
A) ব্রিটেন
B) আমেরিকা
C) রাশিয়া
D) কানাডা
উত্তর: আমেরিকা

৩) নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই?
A) ইংল্যান্ড
B) জার্মানি
C) মার্কিন যুক্তরাষ্ট্র
D) রাশিয়া
উত্তর: ইংল্যান্ড

৪) কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয়?
A) ১৯৮৬ সালে
B) ১৯৮৪ সালে
C) ১৯৮৫ সালে
D) ১৯৮৩ সালে
উত্তর: ১৯৮৬ সালে

৫) হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে উন্নীত হয় কবে?
A) ১৯৭৮ সালে
B) ১৯৬৭ সালে
C) ১৯৭০ সালে
D) ১৯৭৫ সালে
উত্তর: ১৯৭০ সালে

৬) প্রথম রাজ্যসভা কবে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯৫২ সালের মার্চ মাসে
B) ১৯৫২ সালের জানুয়ারি মাসে
C) ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে
D) ১৯৫২ সালের এপ্রিল মাসে
উত্তর: ১৯৫২ সালের এপ্রিল মাসে

৭) ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
a) ২১ বছর
b) ৩৫ বছর
c) ২৫ বছর
d) ১৮ বছর
উত্তর: ৩৫ বছর

৮) গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় কবে?
A) ১৯৪৯ সালের ২৪ শে জানুয়ারি
B) ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি
C) ১৯৪৮ সালের ২৪শে জানুয়ারি
D) ১৯৪৭ সালের ২৪শে জানুয়ারি
উত্তর: ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি

৯) গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
A) ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি
B) ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি
C) ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
D) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
উত্তর: ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর

১০) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল?
A) ১৯৭০ থেকে ৭৫
B) ১৯৮০ থেকে ৮৫
C) ১৯৮৫ থেকে ৯০
D) ১৯৭৫ থেকে ৮০
উত্তর: ১৯৮৫ থেকে ৯০

১১) সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি যথেষ্ট, কার মত?
A) ল্যাক্সির
B) লাওয়েলের
C) গার্নারের
D) ডাইসির
উত্তর: ল্যাক্সির

১২) সংবিধানে কোন অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ রয়েছে?
A) পঞ্চম
B)চতুর্থ
C)দ্বিতীয়
D) তৃতীয়
উত্তর: চতুর্থ

১৩) বর্তমানে সংবিধানে কটি স্বীকৃত ভাষা রয়েছে?
A) ১৮ টি
B)১৪টি
C)১৬ টি
D)২২ টি
উত্তর: ২২ টি

১৪) মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে?
A) চাকরির অধিকার
B) ব্যক্তিগত সম্পত্তির অধিকার
C) বসবাসের অধিকার
D) মতামত প্রকাশের অধিকার
উত্তর : ব্যক্তিগত সম্পত্তির অধিকার

১৫) ভারতের বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি?
A) আটটি
B)ছটি
C) চারটি
D) পাঁচটি
উত্তর: ৬ টি

আরও পড়ুন – WB Gram Panchayat Exam Practice set 10, পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তরের তালিকা

Leave a Comment