WB Gram Panchayat Exam Practice set 09 – পঞ্চায়েত পরীক্ষার জন্য সেরা ১৫ টি প্রশ্ন উত্তরে ঠিকানা

Advertisement

WB Gram Panchayat Exam Practice set 08 – আরো একবার পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা নিয়ে এসেছি প্র্যাকটিস সেট। এর আগে ৮ টি প্র্যাকটিস সেট আমরা তৈরি করেছিলাম যেখানে সম্ভবত ১৫ টি করে প্রশ্ন উত্তরের তালিকা তৈরি করেছিলাম আমরা। এবার আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে এই প্রতিবেদনে।

Advertisement

WB Gram Panchayat Exam Practice set 08

পঞ্চায়েত পরীক্ষার সম্ভাব্য ১৫ টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা তৈরি করেছি এই প্র্যাকটিস সেট। এখানে আপনারা পেয়ে যাবেন এমন প্রশ্ন উত্তরের তালিকায় যা আপনার পরীক্ষাকে করে দেবে আরো সহজ। তাহলে আর দেরি না করে এখনই দেখুন প্রশ্ন উত্তরের তালিকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

১) নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়?
A) সুইডেন
B) ব্রাজিল
C) জাপান
D) নরওয়ে
উত্তর – নরওয়ে

২) দুখু মিয়া কাকে বলা হয়?
A) সাঁওতাল বিদ্রোহের নেতা
B) ডান্ডি অভিযানের নেতা
C) ফরাজী বিদ্রোহের নেতা
D) কোল বিদ্রোহের নেতা
উত্তর – ফরাজী বিদ্রোহের নেতা

৩) সব থেকে মিষ্টি দুধ যুক্ত প্রাণী হল
A) বাঘ
B) হাতি
C) গন্ডার
D) হরিণ
উত্তর – হাতি

৪) ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
A) ওয়ারেন হেস্টিং
B) উইলিয়াম বেন্টিং
C) মাউন্ট ব্যাটেন
D) লর্ড ক্যানিং
উত্তর – লর্ড ক্যানিং

৫) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
A) বিপিন দাস
B) এ এম পানিকর
C) উইলিয়াম কেরি
D) উইলিয়াম জন্স
উত্তর – উইলিয়াম জন্স

৬) ভারতে গান্ধীজী প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করেন?
A) লাহোরে
B) চম্পারন
C) নাটোল
D) দিল্লি
উত্তর – চম্পারন

৭) ভারতের সশস্ত্র বিপ্লবাদের জনক কাকে বলা হয়?
A) সতীশ চন্দ্র সামন্ত
B) রাধানাথ শিকদার
C) গান্ধীজ
D) বাসুদেব বলবন ফারকে
উত্তর – বাসুদেব বলবন ফারকে

৮) ঔরঙ্গজেব পার্বত্য মুসিক বলে অভিহিত করেছিলেন কাকে?
A) আকবরকে
B) শিবাজী কে
C) বাবর কে
D) শেরশাহকে
উত্তর – শিবাজিকে

৯) পুনা চুক্তি কবে সংঘটিত হয়?
A) ১৯৩৯
B) ১৯৩৫
C) ১৯৩২
D) ১৯৩০
উত্তর – ১৯৩২

১০) চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন?
A) লর্ড কর্ণওয়ালিশ
B) লর্ড বেন্টিং
C) উইলিয়াম কেরি
D) লর্ড ওয়েলসি
উত্তর – লর্ড কর্ণওয়ালিশ

১১) গীতগোবিন্দ গ্রন্থটি কে রচনা করেন?
A) বিষ্ণু শর্মা
B) জয়দেব
C) তুলসী দাস
D) মালাধর বসু
উত্তর – জয়দেব

১২) দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয়?
A) অ্যারিস্টটলকে
B) বিবেকানন্দকে
C) সক্রেটিসকে
D) ইবনে সিনা কে
উত্তর – সক্রেটিসকে

১৩) গোলাপি শহর কাকে বলা হয়?
A) কলকাতা
B) ব্যাঙ্গালোর
C) দিল্লি
D) জয়পুর
উত্তর – জয়পুর

১৪) ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়?
A) এপিজে আবদুল কালাম
B) অটল বিহারী বাজপেয়ি
C) রঘুরাম মালিক
D) হরিশ বর্মন
উত্তর – আব্দুল কালাম

১৫) গান্ধীজী প্রথম সত্যাগ্রহ শুরু করেন কোথায়?
A) জার্মানিতে
B) দক্ষিণ আফ্রিকায়
C) ভিয়েতনামে
D) কঙ্গোতে
উত্তর – দক্ষিণ আফ্রিকায়

আরও পড়ুন – WB Gram Panchayat Exam Practice set 08 – পঞ্চায়েত পরীক্ষার সেরা ১৫ টি প্রশ্ন উত্তর দেখুন এই প্রতিবেদনে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০৭

Leave a Comment