ICDS Anganwadi Sahayika- রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি জানুন।

Advertisement

ICDS Anganwadi Sahayika- রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা অঙ্গনওয়াড়িতে কাজের জন্য ইচ্ছুক তাদের জন্য খুবই খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। ‌ যেসব অপেক্ষারত চাকরিপ্রার্থীরা কম সময়ে চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এই ICDS Anganwadi Sahayika হতে আবেদনের জন্য বয়সসীমা,শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ ও বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্যের সমাধান রয়েছে আজকের এই প্রতিবেদনে। তাই আবেদনের আগে অবশ্যই প্রতিবেদনটি যাচাই করা প্রয়োজন।

Advertisement

WB ICDS Anganwadi Sahayika 2024 Notification

  • পদের নাম : অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা
  • নিয়োগ সংস্থা : পশ্চিমবঙ্গের কিছু শিশু সংরক্ষণ কেন্দ্র।
  • আবেদনের শেষ তারিখ : ০২/০৪/২০২৪

আরও পড়ুন – Cooperative Bank Recruitment- পশ্চিমবঙ্গের সমবায় ব্যাঙ্কেনতুন নিয়োগ প্রক্রিয়া শুরু! বিপুল শূন্যপদে চাকরি! প্রতিমাসে বেতন ৩৮,৫১৩ টাকা

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা

বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারীদের নির্দিষ্ট বয়সসীমা রাখা হয়েছে। ১৮ বছর বয়স থেকে ৩৫ বছরের মধ্যবর্তী যেকোনো ইচ্ছুক প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই অঙ্গনওয়াড়ি সহায়িকা বা ICDS Anganwadi Sahayika পদে আবেদনের জন্য ইচ্ছুক আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

শূন্যপদ ও বেতন এবং নিয়োগ প্রক্রিয়া

শূন্যপদ ও বেতনঃ এই অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS Anganwadi Sahayika) পদের শূন্যপদ ও প্রতিমাসের পারিশ্রমিক জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।
নিয়োগ প্রক্রিয়াঃ এই পদে প্রার্থীদের শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে নিযুক্ত করা হবে।

আরও পড়ুন – Infosys Recruitment 2024- রাজ্যে 3100 পদে নিয়োগ করছে ইনফোসিস! এই নিয়োগ নিয়ে বড়ো খবর বিস্তারিত বিবরণী জেনে নিন

জানুন ICDS Anganwadi Sahayika পদে আবেদন পদ্ধতি

এই পদে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক আবেদন প্রার্থীরা আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর আগে প্রার্থীদের নিচের পদ্ধতিগুলি ভালোভাবে অধ্যায়ন করতে হবে। নিচের পদ্ধতিগুলি ভালোভাবেই অনুসরণ করলে প্রার্থীরা খুব সহজে এই পদে আবেদন জানাতে পারবে।

  • ১. আবেদনের জন্য প্রথমে নিচের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • ২. রেজিস্ট্রেশন সম্পন্নের পর রেজিস্ট্রেশন এর সময় দেওয়া বৈধ ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করতে হবে।
  • ৩. লগইন করার পর যে আবেদনপত্র আসবে সেটি প্রার্থী নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ম্যাটারাল স্ট্যাটাস, জাতি, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • ৪. আবেদনপত্র নির্ভুলভাবে পূরণের পর নিচের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১. ইচ্ছুক আবেদনকারীদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড / ভোটার কার্ড যেকোনো একটি ডকুমেন্টস।
২. ইচ্ছুক আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
৩. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও বোর্ড সার্টিফিকেট।
৪. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট/ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ।
৫. জাতি ভেদ্যতার প্রমাণপত্র হিসাবে কাস্ট সার্টিফিকেট
৬. আবেদনকারীর রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটোকপি ।

এই ICDS Anganwadi Sahayika পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিংবা নোটিফিকেশনটি ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। অফিসিয়াল নটিফিকেশন এবং সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর আবেদন করতে হবে।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট@north24parganas.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload
আবেদনের লিঙ্কClick

Leave a Comment