পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। দেশের অন্যতম বৃহত্তম আইটি (IT) বেসরকারি সংস্থা ইনফোসিস (Infosys) রাজ্যে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে। বিপুল ভ্যাকেন্সির ঘোষণা করা হয়েছে আগের বছর থেকেই। এই বেসরকারি সংস্থার তরফে গত বছরের গোড়ার দিক থেকেই পশ্চিমবঙ্গের কর্মসংস্থান বৃদ্ধির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। চাকরিপ্রার্থীরা যারা এতদিন ধরে ভালো কোম্পানির চাকরির খোঁজ করছিলেন তারা সবাই এবার চাকরি পাবেন। কোথায়, কবে নিয়োগ করবে সংস্থা? বিস্তারিত জানতে পড়ে নিতে হবে আজকের প্রতিবেদনটি।
Infosys Recruitment 2024 নিয়ে বড় খবর
২০২৩ সালের শুরুর দিকে বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস ঘোষণা করে শহর কলকাতায় একটি নতুন অফিস প্রতিষ্ঠার। ইনফোসিসের তরফে জানানো হয়েছিল, রাজ্যে নতুন অফিস তৈরির জন্য তাঁরা প্রায় ১০০ কোটি টাকা খরচ করতে চলেছেন। বিরাট বড় ক্যাম্পাস নির্মাণ করে এই সংস্থা চাকরি দিতে চলেছে হাজার হাজার তরুণ তরুণীকে। ইনফোসিসের ঘোষণার পরেই অফিস তৈরীর কাজে তৎপরতা শুরু হয়।
আসলে এই সংস্থা তরফে বহু বছর ধরেই কলকাতায় নতুন অফিস নির্মাণের আলোচনা চলছিল। গতবছরের মার্চ মাসে সরকারের এক আধিকারিক জানান, “শহরে ইনফোসিসের ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ। মূলত কোভিডের সময় ওয়ার্ক ফর্ম হোম চালু হয় ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কোম্পানি গুলি বড় বিনিয়োগ করতেও রাজি ছিল না। সেই কারণেই কাজ শেষ করতে দেরি হল।”
২০১৮ সালের অগাস্ট মাস নাগাদ ইনফোসিসের তরফে জানানো হয়েছিল, তাঁরা কলকাতা একটি সফটওয়্যার সেন্টার করতে চায়। যার কারণে মোটা অংকের বিনিয়োগ তাঁরা করতে প্রস্তুত। সংস্থাটি আশা দেখিয়েছিল, কলকাতা ইনফোসিস এর নতুন সফটওয়্যার সেন্টার তৈরি হলে চাকরি (Infosys Recruitment) পাবেন বিপুল তরুণ তরুণী। শুধু তাই নয়, বিদেশি কর্মরত বাংলার ছেলেমেয়েরা কলকাতায় পোস্টিং নিয়ে চলে আসতে পারবেন।
ফলে ভিনরাজ্যের পরিবর্তে কলকাতাতেই থাকতে পারবেন তাঁরা। সংস্থার পরিকল্পনা ছিল 2019 সালের মধ্যেই তাঁরা প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করবে। এর জন্য নিউ টাউনে 50 একরের জমিও কেনে কোম্পানিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফটওয়্যার সেন্টারটি শিলান্যাস করেছিলেন। কিন্তু তারপরেই কোভিড অতিমারির কারণে বিনিয়োগ, শিল্পে অগ্রগতি থমকে গিয়েছিল। যার ফলস্বরূপ সংস্থার অফিসটির নির্মাণ কাজ সারতেও বিলম্ব হল।
রাজারহাটের মানি কাসাডোনায় 40,000 স্কোয়ার ফুটের অফিস অধিগ্রহণ করে ইনফোসিস। এর সাথে নিউটাউন অ্যাকশন এরিয়া 3 এ চলছিল নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ। প্রাথমিকভাবে জানা যায়, এই কর্মকাণ্ডের জন্য খরচ হয়েছে প্রায় একশো কোটি টাকা। সূত্রের খবর, ক্যাম্পাস নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে।
প্রায় তিন হাজারের অধিক শূন্যপদে চাকরিতে নিয়োগ (Infosys Recruitment) করা হবে প্রার্থীদের। যদিও এ স্বপক্ষে স্পষ্ট প্রমাণ এখনো আসেনি। তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই এ বিষয়ে বক্তব্য রাখবে ইনফোসিস। অফিসিয়াল নোটিফিকেশন জারি করে প্রার্থীদের নিয়োগ বার্তা দেওয়া হবে এই বৃহত্তম আইটি সংস্থাটির তরফে।