WB School Teacher Rules- স্কুল শিক্ষকদের জন্য জারি হল নতুন নিয়ম! নির্দেশিকা জারি করে জানালো শিক্ষা দপ্তর। মানতে হবে সকল শিক্ষকদের।

Advertisement

WB School Teacher Rules- পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের জন্য জারি হল নতুন নিয়ম। এতদিন পর্যন্ত যে নিয়মে শিথিলতা ছিল এবার করা হাতে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। দেশে লোকসভা নির্বাচন শিয়রে। বিভিন্ন দিকে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সরকারি চাকুরীরতদের যেমন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তাঁদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, তেমনই বেশ কিছু নিয়ম ও জারি করছে রাজ্য সরকার।

Advertisement

এতদিন পর্যন্ত রাজ্য স্কুল শিক্ষকরা স্কুলে মোবাইল নিয়ে যেতে পারতেন। ক্লাসে পঠন-পাঠনের সময় স্কুল শিক্ষকদের মোবাইল ঘাঁটার অভিযোগ এসেছিল আগেই। বারংবার নির্দেশিকা জারি করে নোটিশ দিয়েও লাভের লাভ ‌কিছুই হয়নি।‌ তাই এবার কড়া হাতে পদক্ষেপ নিল রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – WBPSC Food SI Question Paper 2024- রাজ্য ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নের সঙ্গে উত্তর মিলিয়ে নিন

WB School Teacher Rules নিয়ে নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর।

এর আগে রাজ্যের বহু স্কুল পড়ুয়া এই অভিযোগ জানিয়েছিলেন যে, স্যার-ম্যামেরা ক্লাসে বসে মোবাইল ঘাঁটেন। যার ফলে পঠন-পাঠনে সমস্যা হয়, সিলেবাস শেষ হতে দেরি হয়। শুধু তাই নয়, ক্লাসে মোবাইল ঘাঁটার ফলে দ্রুত সময় বেরিয়ে যায় এবং ক্লাসে পঠনপঠন হয় না। ‌পশ্চিমবঙ্গের বহু প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা এখনো পর্যন্ত স্কুল পড়াশোনার উপর নির্ভরশীল।

তাই বিদ্যালয় যদি পড়াশোনা না হয়, ফলে অত্যন্ত ভুক্তভোগী হয় তাঁরা।‌ আজকে বেশ কিছু বিদ্যালয়ের পড়ুয়ারা এর আগে লিখিত অভিযোগ জানিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে নিয়ম জারি হলেও সে নিয়মের (WB School Teacher Rules) ধার ধারেনি এক শ্রেণীর শিক্ষকেরা। স্কুল শিক্ষকদের এই নিয়ম (WB School Teacher Guidelines) না মানার নজর ছড়িয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনকি এই এক শ্রেণীর শিক্ষকের জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক দেরও সমস্যা হচ্ছে। তাই এবার সংশ্লিষ্ট বিষয়টিতে
হস্তক্ষেপ করল আদালত।

শিক্ষা দপ্তরের নোটিশে কী বলা হয়েছে?

হঠাৎ বিচারপতি বসুর সারপ্রাইজ ভিজিটের ফলে নড়ে বসলো রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল স্কুলে পাঠানো হয়েছে বিশেষ নোটিশ। এই WB School Teacher Rules বা নির্দেশের ফলে শিক্ষকদের ক্লাসে বসে মোবাইল ঘাঁটার অহেতুক অভ্যাস কমবে বলেই ধারণা করা হচ্ছে। শিক্ষা দপ্তরের নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এবার থেকে স্কুল শিক্ষকেরা ক্লাসের পঠন-পাঠনের সময় জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না। যদি কোন স্কুলে দেখা যায় যে শিক্ষক ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার করছেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এরপর‌ থেকে শিক্ষকেরা ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটতে পারবেন না।

আরও পড়ুন – PNB Scholarship 2024: বছরে ৪০ হাজার টাকার স্কলারশিপ পাবেন ছাত্রছাত্রীরা! কোথায়, কিভাবে, আবেদন করবেন জেনে নিন শীঘ্রই

শিক্ষা দপ্তরের ছুটি‌ সংক্রান্ত নির্দেশ

স্কুল শিক্ষকের মোবাইল ব্যবহারিক প্রতি নিয়ন্ত্রণ আনার পাশাপাশি শিক্ষকদের ছুটি নিয়েও নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। এই বিজ্ঞটিতে বলা হয়েছে, অনেক সময় দেখা যায় একটি বিদ্যালয়ে একাধিক শিক্ষক থাকলেও একটি নির্দিষ্ট দিনে বেশি সংখ্যক শিক্ষকেরা ছুটি নেওয়ায় বিদ্যালয়ের পঠনপাঠন সমস্যায় পড়ে। তাই শিক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশ, একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকার মোট সংখ্যার উপর নির্ভর করবে‌ সংশ্লিষ্ট বিদ্যালয়ে একই দিনে কত জন শিক্ষক-শিক্ষিকা একসঙ্গে ছুটি নিতে পারবেন। এই নির্দেশ মানতে হবে রাজ্যের প্রতিটি স্কুলকে। ইতিমধ্যে শিক্ষা দপ্তরের নির্দেশিকা পৌঁছে গিয়েছে রাজ্যের স্কুলে স্কুলে।

Leave a Comment