WB Fieldman Recruitment– পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি No- DR/24/1337(A) প্রকাশিত হল। পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন জানাতে পারবেন রাজ্যের তেইশটি জেলার চাকরিপ্রার্থীরা। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে চাকরিপ্রার্থীদের কিছু নিয়ম মানতে হবে। কিভাবে আবেদন জানাবেন, তা জানতে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
WB Fieldman Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। এই নিয়োগ প্রক্রিয়ায় ‘ফিল্ডম্যান (Fieldman)‘ পদে কর্মী নিয়োগ হবে। যারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক তারা শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে জেনে নিন।
নতুন চাকরির খবর – South East Central Railway Recruitment- ভারতীয় রেলের ৭৩৩ শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ! শুরু হলো আবেদন প্রক্রিয়া, জেনে নিন বিস্তারিত
উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে
বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই এটি জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (B.Sc) এগ্রিকালচার অনার্স ডিগ্রী পাশ করে থাকতে হবে।
আবেদনের বয়সসীমা রাখা হয়েছে
বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি (WB Fieldman Recruitment Notification) প্রকাশ হয়েছে, সেখানে আবেদনের বয়সসীমা সম্পর্কে আলাদা করে কিছু বলা হয়নি। অর্থাৎ যারা এই পদে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের আলাদা করে নির্দিষ্ট কোন বয়সসীমা থাকছে না।
নতুন চাকরির খবর –Data Entry Jobs- খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন বিস্তারিত জানুন
নির্বাচিত প্রার্থীর বেতন দেওয়া হবে
WB Fieldman Recruitment-এর এই নিয়োগে যাঁরা অংশ নির্বাচিত বলে বিবেচিত হবেন, তাঁদের প্রতি মাসে উচ্চ বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় যে সকল প্রার্থী নির্বাচিত হবেন, তাঁদের প্রতিমাসের বেতন হবে ৩১,৯৬০ টাকা।
আবেদন জানাবেন কিভাবে জানুন
- WB Fieldman Recruitment 2024-এর এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জানানো যাবে অফলাইন মারফত। আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
- তারপর সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করে নিন।
- যে যে ডকুমেন্টগুলি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি যুক্ত করুন। তারপর আবেদনপত্র ও ডকুমেন্টগুলি একত্র করে নির্দেশ মতো স্থানে জমা করে দিন।
আবেদনের সময়সীমা ও নিয়োগ প্রক্রিয়া
আবেদনের সময়সীমাঃ এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন চলবে আগামী ২৮ মার্চ, ২০২৪ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সময়সীমা মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। কারণ সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ প্রক্রিয়াঃ বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে ভ্যাকেন্সি (WB Fieldman Vacancy) পূরণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে তা নোটিফিকেশনে উল্লেখ থাকতে পারে। তাই আগ্রহী প্রার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সংশ্লিষ্ট বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। সাইটটি হল (www.bckv.edu.in) এখান থেকেই যাবতীয় তথ্য পেয়ে যেতে পারেন।