Data Entry Jobs- খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন বিস্তারিত জানুন

Advertisement

Data Entry Jobs- আবারো চাকরিপ্রার্থীর জন্য খুশির খবর আনল রাজ্য ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড। BECIL দপ্তর দারা খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে। মাধ্যমিক যোগ্যতায় মিলবে এবার এই চাকরি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কোন পদে আবেদন করতে হবে, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়ে।

Advertisement

Data Entry Jobs 2024 খাদ্য দপ্তরে

নিয়োগ কারী সংস্থাBroadcast Engineering consultant India Limited
শূন্য পদের নামডাটা এন্ট্রি অপারেটর, মাল্টি টাস্কিং স্টাফ, আইটি ব্যক্তি।
আবেদনের শেষ তারিখ২৫/০৩/২০২৪


১. ডেটা এন্ট্রি অপারেটর (DEO Recruitment)

প্রথমেই যে পদ্ধতিতে নিয়োগ হতে চলেছে সেটি হল (Data Entry Jobs) ডেটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের নিম্নে। এবং সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এই পদে আবেদনকারীর যেকোনো একটি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও চাকরীর খবর – LIC Recruitment- সরাসরি ইন্টারভিউর মাধ্যমে LIC -তে কর্মী নিয়োগ! আবেদন জানাবেন কিভাবে, জেনে নিন একনজরে

এছাড়া এর সাথে কম্পিউটারের এম এস ওয়ার্ড ও এম এস এক্সেল সম্পর্কে জ্ঞান ও টাইপিং এর দক্ষতা থাকা দরকার। নূন্যতম টাইপিং গতি হতে হবে 35WPM। শূন্য পদ ও বেতন-এই ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Jobs) পদে চারটি শূন্যপদ রয়েছে। এবং এই পদে কর্মরত কর্মীকে বেতন দেওয়া হবে ২৫৭৯২টাকা।

২) আইটি ব্যাক্তি (IT Person)

বয়সসীমা হিসাবে এই পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। এই বয়সের মধ্যে সকল প্রার্থীরাই আবেদনের যোগ্য। আইটি ব্যক্তি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্সে BCA/B.tech করা বাধ্যতামূলক। এছাড়াও ব্যক্তির ভিডিও কনফারেন্সিং পিসি ও নেটওয়ার্ক সিস্টেম নিয়ে এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরী। শূন্য পদ ও বেতন-এই পদে শূন্য পদের সংখ্যা একটি। এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা

৩. মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)

এই মাল্টিটাস্কিং স্টাফ পদে বয়স সীমা আবেদনের জন্য প্রার্থীর ৪০ বছরের নিচে থাকার সকল ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য। এই মাল্টি টাস্কিং স্টাফ পদে শূন্যপদ চারটি। Multi Tasking Staff এই পদে কর্মরত কর্মীদের বেতন হবে ২১,৬৩২টাকা।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এই BECIL Recruitment প্রার্থীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট চুক্তিভিত্তিকভাবে। চাকরিতে আবেদনের জন্য কিছু নিয়ম ধার্য করা হয়েছে। যা আপনারা অফিশিয়াল নোটিফিকেশন দেখলেই বুঝতে পারবেন। অনলাইন মাধ্যমে কিভাবে আবেদন করবেন যেকোনো পদে অনলাইন মারফত আবেদন জানানো যাবে আসুন দেখেনি আবেদনের ধাপ গুলি।

আরও চাকরীর খবর – ISRO Recruitment- ইসরোয় একগুচ্ছ শূন্যপদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হল! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি, বেতন ৫৬,১০০ টাকা,আবেদন পদ্ধতি জেনে নিন

Data Entry Jobs সহ অন্যান্য পদে আবেদন করবেন কিভাবে জানুন

  • ১. প্রথমে আবেদনকারীকে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে ও নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
  • ২. এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করতে হবে যেমন নাম বাবার নাম মোবাইল নম্বর বৈধ ইমেইল আইডি ইত্যাদি সঠিক তথ্য দ্বারা ফর্মটি পূরণ করতে হবে।
  • ৩. তারপর আবেদনকারী কে নির্দিষ্ট লগইন আইডি এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করতে হবে। ও স্ক্রিনে আসা আবেদনপত্রটি সঠিক তথ্য সহকারে পূরণ করতে হবে।।
  • ৪. এবং সবশেষে আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি সঠিকভাবে আপলোড করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড Data Entry Jobs সহ বিভিন্ন পদে আবেদনের আগে আবেদনকারী কে অফিসের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরী। প্রকাশিত বিজ্ঞপ্তিটি সঠিকভাবে যাচাই করার পর আবেদন করতে হবে। আপনিও যদি এই পদে কর্মরত হতে ইচ্ছুক হন তাহলে আজই ফর্মটি ফিলাপ করুন।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট@becilregistration.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload
Online আবেদনের লিঙ্কclick

Leave a Comment