LIC Recruitment- সরাসরি ইন্টারভিউর মাধ্যমে LIC -তে কর্মী নিয়োগ! আবেদন জানাবেন কিভাবে, জেনে নিন একনজরে

Advertisement

LIC Recruitment 2024- চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন নিয়োগের সুবর্ণ সুযোগ। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। আবেদন জানানোর সুযোগ থাকছে সকলের জন্যই। কোন লিখিত পরীক্ষা নয় বরং সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করবে এলআইসি। কিভাবে আবেদন জানাবেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

Advertisement

LIC Recruitment 2024-এর ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসির তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি (LIC Recruitment Notification) প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এলআইসির সদর দপ্তর মুম্বাইতে একটি নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ হবে। সংস্থার তরফে কর্মখালি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ‘ডিজিটাল প্রসেস ওনার’ (Digital Process Owner) পদের জন্য। এখানে মোট দুটি শূন্যপদ রয়েছে। যারা আবেদন জানাতে চাইছেন, তাদের যোগ্যতার মাপকাঠি কি দরকার, সেটি আমাদের প্রতিবেদনে উল্লেখ করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও চাকরির খবর – ISRO Recruitment- ইসরোয় একগুচ্ছ শূন্যপদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হল! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি, বেতন ৫৬,১০০ টাকা,আবেদন পদ্ধতি জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি রাখা হয়েছে জানুন

শিক্ষাগত যোগ্যতাঃ যে সকল চাকরিপ্রার্থী এই নিয়োগে অংশ নিতে ইচ্ছুক, তাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BE অথবা MBA ডিগ্রিধারী হতে হবে। তবে নিয়োগ প্রক্রিয়ায় তিনি অংশ নিতে পারবেন।
বয়সসীমাঃ যে সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে ইচ্ছুক, তাদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। ‌ তার চেয়ে বেশি বয়সীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন না।

বেতন কাঠামো

LIC Recruitment 2024-এর এই নিয়োগে যাঁরা অংশ নির্বাচিত বলে বিবেচিত হবেন, তাঁদের প্রতি মাসে উচ্চ বেতন দেওয়া হবে। বেতন সংক্রান্ত বিষয় জানতে পারবেন সংশ্লিষ্ট নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন থেকে।

আবেদন জানাবেন কিভাবে?

  • LIC Recruitment-এর এই নিয়োগ প্রক্রিয়া যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের প্রথমে ভিজিট করতে হবে এলআইসির ‌ অফিসিয়াল ওয়েবসাইটে।‌
  • এরপর ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে‌ নিজেদের সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিন।
  • তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করুন, আবেদন ফি পেমেন্ট করুন।
  • তারপর আবেদনপত্র এবং ডকুমেন্টগুলি‌ সঠিকভাবে সাবমিট করে দিন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ে যাবে।

আরও চাকরির খবর – B.Ed Result 2024- প্রকাশ পেল বি.এড পরীক্ষার রেজাল্ট! কিভাবে চেক করবেন ফলাফল? দেখে নিন একনজরে

আবেদন ফি কত লাগবে?

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন ফি হিসেবে ইচ্ছুক প্রার্থীদের‌ সাবমিট করতে হবে ১০০০ টাকা সঙ্গে জিএসটি। তবে‌ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের (SC, ST, PWD) জন্য আবেদন ফিতে ছাড় থাকছে।

আবেদনের সময়সীমা

যারা এলআইসির এই নিয়োগে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের ৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এই দিন পর্যন্ত লাস্ট অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে কোন লিখিত পরীক্ষা নয় বরং সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। আবেদন জানানোর পর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন, ইন্টারভিউ সংক্রান্ত তথ্য সমস্ত সাইটে আপলোড করা হবে। এছাড়া বিস্তারিত জানতেও অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট@licindia.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload
Online আবেদনের লিঙ্কclick

Leave a Comment