PNB Scholarship 2024- সরকারি বেসরকারি তরফে একাধিক স্কলারশিপ চালু রয়েছে দেশে। প্রতিটি বৃত্তির উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের তাঁদের স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়া। প্রান্তিক ও অনগ্রসর ছাত্রছাত্রীদের অনেকেই পড়াশোনা মাঝপথে থামিয়ে দেন ও চাকরিতে যুক্ত হয়ে পড়েন। তাঁরা যাতে উচ্চ শিক্ষায় সঠিকভাবে অংশ নিতে পারেন, তাঁদের স্বপ্নের পথে যাতে আর্থিক প্রতিবন্ধকতা বাধা না হয়ে দাঁড়ায়, সে কারণেই স্কলারশিপগুলি চালু করা হয়েছে।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে একটি জনপ্রিয় স্কলারশিপের বিষয়ে আলোচনা করব। স্কলারশিপটির নাম হল পিএনবি হাউসিং ফাইন্যান্স স্কলারশিপ (PNB Housing Finance Scholarship)। PNB Scholarship-এ কত আর্থিক সুবিধা মেলে? কারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন? কিভাবে আবেদন জানাবেন, বিস্তারিত আলোচনা করা হলো।
PNB Scholarship 2024 full details in Bengali
পিএনবি হাউসিং ফাইন্যান্সের তরফে PNB Scholarship বৃত্তিটি ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। যে কোন ভারতীয় পড়ুয়া এই বৃত্তির সুবিধা পেতে পারেন। ফলে পশ্চিমবঙ্গের যেকোনো ছাত্রছাত্রী নির্দ্বিধায় স্কলারশিপের জন্য আবেদন জানান বার্ষিক একটি সুবিধা লাভ করুন। স্কলারশিপে আবেদন জানানোর জন্য কিছু যোগ্যতা প্রয়োজন কি কি দেখে নিন।
PNB Scholarship-এ আবেদন জানাতে পারবেন কারা?
- স্কলারশিপে আবেদন জানাতে হলে পড়ুয়াকে একজন স্থায়ী ভারতীয় বাসিন্দা হতে হবে।
- এই স্কলারশিপের আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে তিন লক্ষ টাকার নিচে।
- আবেদনকারী পড়ুয়ার মাধ্যমিকের প্রাপ্ত নম্বর হতে হবে ৬০ শতাংশ। এছাড়া উচ্চমাধ্যমিকেও ৬০ শতাংশ পাওয়া বড় আর এখানে আবেদন জানাতে পারবেন। ডিপ্লোমা কোর্সে পাঠরত হলেও ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
- এই সকল বিষয়গুলি ছাড়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ স্কলারশিপে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে।
স্কলারশিপের অর্থের পরিমাণ
PNB Scholarship-এ শ্রেণী উত্তরণের সঙ্গে সঙ্গে স্কলারশিপে টাকার পরিমাণ বাড়তে থাকে। পিএনবি স্কলারশিপের এ নবম-দশম শ্রেণীতে ১০ হাজার টাকা, একাদশ দ্বাদশ শ্রেণী এবং আইটি পড়ুয়াদের জন্য ১২৫০০ টাকা, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ২৫ হাজার টাকা, আন্ডার গ্রাজুয়েট ও এমটেক কোর্সের পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সের পড়ুয়ারা বার্ষিক ৪০,০০০ টাকার বৃত্তি পেতে পারেন।
পিএনবি স্কলারশিপের জন্য আবেদন জানাবেন কিভাবে?
- (ক) পিএনবি স্কলারশিপ এর আবেদন জানাতে হলে প্রথমেই ভিজিট করুন অফিসিয়াল পোর্টালে।
- (খ) এরপর ওই ওয়েবসাইট মারফত রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
- (গ) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে স্কলারশিপের আবেদন পত্রটি ফিল আপ করে নিন। সমস্ত তথ্য সঠিকভাবে দিন, খেয়াল করবেন কোন তথ্য প্রদানে যেন ভুল না হয়। তথ্য পূরণের পর একবার সবটা রিভিউ করে নেবেন।
- (ঘ) এরপর যে ডকুমেন্টগুলি জমা দিতে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো একে একে সঠিক সাইজ মত দিন ও সবটা দেখে নিয়ে আবেদন পত্রটি সাবমিট করুন।
আবেদন জানানোর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
PNB Scholarship-এর আবেদন জানানোর জন্য যে ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল- ১) পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট ২) পারিবারিক ইনকাম সার্টিফিকেট 3) প্রার্থীর স্থায়ী ঠিকানার প্রমাণ 4) প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ,
5) পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
আবেদনের সময়সীমা
সাধারণত প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে পিএনবি স্কলারশিপের বা PNB Scholarship-এ আবেদন গ্রহণ চলে। আবার নির্দিষ্ট সময়ের পর আবেদন গ্রহণ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল পোর্টালে। তাই যারা পিএনপি স্কলারশিপের সাহায্য পেতে চাইছেন, তাঁরা অবশ্যই পোর্টালে ভিজিট করে স্কলারশিপ এর নিয়মকানুন এবং আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | @www.vidyasaarathi.co.in |
আবেদনের লিঙ্ক | Click |