Google Photomath: অংক বিষয়টি অনেক ছাত্রছাত্রীর কাছেই বেশ সমস্যার। অংক বিষয়টি নিয়ে রীতিমতো তটস্থ থাকেন তাঁরা। জটিল অঙ্ক কষে কিভাবে সমাধানে পৌঁছাবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয় বহু শিক্ষার্থীকেই। ছাত্র-ছাত্রীদের এই সমস্যার সমাধান নিয়ে হাজির গুগল। সম্প্রতি গুগলের তরফে এক অ্যাপ্লিকেশন লাঞ্চ করা হয়েছে। এই অ্যাপটির কাজ হল ছাত্র-ছাত্রীদের গণিতের ভয় কাটানো, কিন্তু কিভাবে?
অংকের বইতে কোন জটিল গণিতের সমাধানে আটকে গেলেই সেই গণিতের ছবি স্ক্যান করে অ্যাপ্লিকেশনটিতে পাঠালেই সঙ্গে সঙ্গে তার সমাধান চলে আসবে হাতের মুঠোয়। নিঃসন্দেহে এই অ্যাপ পড়ুয়া মহলের কাছে উপহারসম। এই অ্যাপের ব্যবহার দিনকে দিন বাড়ছে বলেই জানা যাচ্ছে।
গুগল ফটোম্যাথ (Google Photomath) অ্যাপটি কাজ করে কিভাবে?
২০২২ সালে গুগল দামির সাবল দ্বারা নির্মিত অ্যাপ ফটোম্যাথ অধিগ্রহণ করে। ২০২৩ সালের মার্চ মাসে Google LLC তে অধিকৃত হয় এই অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি অংকের যাবতীয় সমাধান অত্যন্ত দ্রুত এবং সহজেই ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরে। পাটিগণিত, বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি, পরিমিতি এমনকি ত্রিকোণমিতির মতো বিভিন্ন জটিল অংকের সহজেই সমাধান পাওয়া যায় ফটোম্যাথ অ্যাপটির (Google Photomath App) মাধ্যমে।
জটিল অংকের ছবি স্ক্যান করে অ্যাপে আপলোড করলে তৎক্ষণাৎ তার সমাধান পাওয়া যায়। আবার, ইংরেজি কিবোর্ড ব্যবহার করেও এই অ্যাপ্লিকেশন থেকে অঙ্কের সমাধান পেতে পারেন। তবে জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি Google স্থানীয় ভাষা যেমন বাংলা সহ অন্যান্য ভাষায় অংকের সমাধান আনতে চলেছে অ্যাপটিতে। গুগল প্লে স্টোরের হিসাব বলছে, এখনও পর্যন্ত ফটোম্যাথ অ্যাপ্লিকেশনটি ১০০ মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করেছে। ক্রমে ছাত্রছাত্রী ও শিক্ষক দের কাছে এই অ্যাপটি অপরিহার্য হয়ে উঠছে।
Google ফটোম্যাট অ্যাপটির সুবিধা পাবেন কিভাবে?
1) Google ফটোম্যাথ অ্যাপটি ডাউনলোড করতে হলে প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে প্লে স্টোরে।
2) তারপর সেখান থেকে অ্যাপটির নাম লিখে
3) সেটিকে নিজের ফোনে ইন্সটল করে নিতে হবে। ফোনে অ্যাপটি ইন্সটল হয়ে গেলে কিছু পারমিশন চাওয়া হবে। সেগুলি অন করে দিলে যে অংক আপনার কাছে জটিল বলে মনে হচ্ছে তাতে ক্যামেরা অন করে স্ক্যান করে নিন। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার সামনে অংকের সমাধান চলে এসেছে। আবার আরেকটা পদ্ধতিও রয়েছে।
সেটি হলো অ্যাপটিতে ক্যামেরার ছবি তোলার শাটার বাটনের বাঁ দিকের ক্যালকুলেটর অপশনে ক্লিক করে আপনি অংক টাইপ করতে পারেন ও তার সমাধান পেয়ে যেতে পারেন। এভাবেই জটিল থেকে জটিলতার অংকের সমাধান চলে আসবে আপনার হাতের মুঠোয়।