WTL Recruitment 2024 – পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ম্যানেজার পদে নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ লক্ষ টাকা

Advertisement

WTL Recruitment 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা, আপনারা বুঝি নতুন চাকরির সুযোগের অপেক্ষায় আছেন? প্রস্তুতি নিচ্ছেন উচ্চ বেতনের ভালো চাকরিতে সুযোগ পাওয়ার? আপনার মধ্যেও কি আছে ভালো চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ? তবে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো এ বিষয়ে যে, ওয়েবেল টেকনোলজি লিমিটেড-এর তরফে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত বিবরণ রইলো প্রতিবেদনে।

Advertisement

ওয়েবল টেকনোলজি লিমিটেডে ম্যানেজার পদে নিয়োগ ২০২৪ | WTL Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের অধিনস্থ সংস্থা ওয়েবল টেকনোলজি লিমিটেডের তরফে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (WTL Recruitment 2024) জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এখানে বেশ কিছু শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। যে যে পদে প্রার্থী নিয়োগ হবে সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  
  • 1) General Manager (e-Govermance Project)
  • 2) Dy General Manager (Business Development)
  • 3) Dy. General Manager (Projects)
  • 4) Deputy Manager (Finance & Corporate Compliances )

এর পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায়- Executive (Finance & Accounts), Executive (Finance & Accounts), Taxation & Statutory Compliances, Manager (Projects), Dy. Manager ( Projects) এবং Executive (Projects) পদের জন্যও শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা রয়েছে। বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

আরও পড়ুন – WBPSC Clerkship Exam Date – ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা কবে নেবে কমিশন? পাবলিক সার্ভিস কমিশন তরফে কি খবর মিলছে?

1) General Manager (e-Govermance Project)

সংশ্লিষ্ট পদের জন্য এখানে মোট ১ টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, নূন্যতম 60% নম্বর-সহ MCA অথবা BE/B.Tech/M.Sc ডিগ্রিধারী Computer Science/IT বিষয়ে। সাথে MBA/ PG ডিপ্লোমা করে থাকতে হবে। এই পদের বয়সসীমা হল সর্বোচ্চ ৫৬ বছর। যারা এই নিয়োগে আবেদন জানাবেন ও নির্বাচিত হয়ে নিযুক্ত হবেন, তাদের মাসিক স্যালারি হবে ৩০ লক্ষ টাকা।

2) Dy General Manager ( Business Development )

সংশ্লিষ্ট পদের জন্য এখানে মোট ১ টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, B.E/B.Tech /MCA। সাথে MBA/ PG ডিপ্লোমা ডিগ্রিধারী। এই পদের বয়সসীমা হল সর্বোচ্চ ৫২ বছর। যারা এই নিয়োগে আবেদন জানাবেন ও নির্বাচিত হয়ে নিযুক্ত হবেন, তাদের মাসিক স্যালারি হবে ২৮ লক্ষ টাকা।

3) Dy. General Manager (Projects)

সংশ্লিষ্ট পদের জন্য এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, BE/B.Tech/M.Sc ডিগ্রীধারী Computer Science / Electronics &Tele-Communication / Information Technology বিষয়ে। এর সাথে উক্ত প্রার্থীদের MBA/ PG ডিপ্লোমা করে থাকতে হবে। এই পদের বয়সসীমা হল সর্বোচ্চ ৫২ বছর। যারা এই নিয়োগে আবেদন জানাবেন ও নির্বাচিত হয়ে নিযুক্ত হবেন, তাদের মাসিক স্যালারি হবে ২৮ লক্ষ টাকা।

4) Deputy Manager (Finance & Corporate Compliances)

সংশ্লিষ্ট পদের জন্য এখানে মোট ১ টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, CA / ICWA / MBA (Fin) ডিগ্রিধারী। এই পদের বয়সসীমা হল সর্বোচ্চ ৪৫ বছর। যারা এই নিয়োগে আবেদন জানাবেন ও নির্বাচিত হয়ে নিযুক্ত হবেন, তাদের মাসিক স্যালারি হবে ২০ লক্ষ টাকা।

আরও পড়ুন – WBPSC Clerkship Practice set 10 – WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিছু প্রশ্ন উত্তর দেখে নিন একনজরে WBPSC ক্লার্কশিপ প্র্যাক্টিস সেট ১০

আবেদন জানাবেন কিভাবে

  • এখানে আবেদন জানানো যাবে অনলাইনে। প্রথম ধাপে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
  • বিজ্ঞপ্তি সঙ্গে যে আবেদন পত্র রয়েছে, সেটি ফিলাপ করে তার সঙ্গে যাবতীয় নথি যুক্ত করে, ছবি ও স্বাক্ষর যুক্ত করে, একটি পিডিএফ বানিয়ে নিন।
  • তারপর সেটি পাঠিয়ে দিন উল্লেখিত ইমেল আইডিতে। মেইল আইডিটি হল- (career@wtl.co.in)।

আবেদনের সময়সীমা

এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। অতএব আপনি যদি এখনো আবেদনপত্র জমা করে না থাকেন, তাহলে সত্বর আবেদন করুন।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট – https://www.wtl.co.in
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি – Download

Leave a Comment