WBSETC Recruitment- রাজ্যের বিদ্যুৎ দপ্তরে রয়েছে কাজের সুযোগ! প্রতি মাসে বেতন ৯ হাজার টাকা, আবেদন চলছে অনলাইনে

Advertisement

WBSETC Recruitment 2024- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। বাংলায় ফের নতুন একটি নিয়োগ প্রক্রিয়ার বার্তা এল। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে রয়েছে দারুন কাজের সুযোগ। সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার খবর জানিয়েছে সংস্থা। কোন পদে চাকরি? কারা আবেদনযোগ্য? কিভাবে আবেদন জানাবেন? সব তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে। আগ্রহীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

Advertisement

WBSETC Recruitment Notification 2024

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSETC তরফে সম্প্রতি এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি (WBSETC Recruitment Notification) জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে রয়েছে কাজের সুযোগ। এখানে মূলত- 1) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) এবং 2) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) এই দুই পদে কর্মী নিয়োগ হবে। উল্লেখিত পদ গুলির জন্য মোট ৬৭ টি শূন্যপদ রয়েছে।‌ এর মধ্যে অসংরক্ষিত প্রার্থী দের জন্য ৩৮টি পদ, এবং সংরক্ষিত শ্রেণীভুক্ত যেমন SC প্রার্থীদের জন্য ১৪ টি,‌ ST প্রার্থীদের ১৪ টি, OBC-A প্রার্থীদের ‌জন্য ৬ টি এবং OBC-B দের জন্য রয়েছে ৫ টি শূন্যপদ রয়েছে। দুটি পদের যোগ্যতা আলাদা রাখা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – Bank Job Vacancy- ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতি মাসে উচ্চ বেতন, অনলাইনে জানান আবেদন

1) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েট বা স্নাতক উত্তীর্ণ। আবেদনকারীর বয়স হতে হবে ১/১/২৪ তারিখ অনুসারে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে। এই পদে যারা নিযুক্ত হবেন এবং শূন্যপদে নিয়োগ পাবেন, তাদের প্রতি মাসের বেতন হবে ৯ হাজার টাকা। এছাড়াও অতিরিক্ত সুযোগ-সুবিধা থাকবে।

2) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) এই পদের জন্য আবেদন জানাতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ। আবেদনকারীর বয়স হতে হবে ১/১/২৪ তারিখ অনুসারে ১৮ বছরের মধ্যে। এই পদে যারা নিযুক্ত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসের বেতন হবে ৮ হাজার টাকা। এছাড়াও অতিরিক্ত সুযোগ-সুবিধা থাকবে।

আবেদন জানাবেন কিভাবে

  1. উপরোক্ত শর্তগুলি মেনে উপযুক্ত ও আগ্রহী প্রার্থী রা ভিজিট করুন National Apprenticeship Training Scheme (NATS) https://nats.education.gov.in/ পোর্টালে।
  2. তারপর সে পোর্টাল মারফত অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ‌ ওই পোর্টাল মারফত আবেদন পত্রটি ফিল আপ করে নিন।
  4. প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে সেটি জমা করে দিন। সময়সীমার মধ্যে আবেদন জমা করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি গৃহীত হবে।

আরও পড়ুন – Metro Rail Recruitment- মেট্রো রেলের বিভিন্ন পদে কর্মী নিয়োগ! পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি পাবেন, বিস্তারিত জেনে নিন

আবেদনের সময়সীমা

এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন চলবে আগামী ২৭ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী প্রার্থীরা সময়সীমা বিবেচনা করে অ্যাপ্লিকেশন জমা করুন। আবেদন জানানোর পূর্বে নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটির লিঙ্ক নিচে দেওয়া হল।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটClick
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload
অনলাইন রেজিষ্ট্রেশন লিঙ্কClick

Leave a Comment