WBPSC Clerkship Practice set 03 – রাজ্য জুড়ে চাকরির বাজারে চলছে মন্দা। সরকারি চাকরির আশায় বহু ছেলে মেয়ে বারবার করে একাধিক পরীক্ষায় বসছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তারা সাফল্যের মুখ দেখতে পারছে না। তাই, তাদের উন্নতির কথা মাথায় রেখেই আমাদের টিম দুর্দান্ত একটি পরিকল্পনা গ্রহণ করেছে।
বলা বাহুল্য, যে সকল চাকরিপ্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন তাদের কাছে WBPSC Clerkship পরীক্ষার গুরুত্ব অপরিসীম। এবার, WBPSC Clerkship পরীক্ষায় যারা আবেদন করবেন বলে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য আমাদের টিম নিয়ে এসেছে একাধিক প্র্যাকটিস সেট। WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে।
ক্লার্কশিপ পরীক্ষার জন্য WBPSC Clerkship Practice set 03
এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করেই। একাধিক গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষকরা এই প্র্যাক্টিস সেটগুলো রেডি করেছেন। আজকের প্র্যাকটিস সেটে 10 টি প্রশ্ন রয়েছে। পাশাপাশি দেওয়া রয়েছে উত্তরও। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
1) পদার্থের জড়তার পরিমাপকে বলে
ক) বল
খ) স্থিতি
গ) ওজন
ঘ) ভর
উত্তর : ভর
2) বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয় ?
ক) তাপমাত্রা
খ) আদ্রর্তা
গ) ঘনত্ব
ঘ) চাপ
উত্তর : চাপ
3) ১৯০৬ সালে মুসলিম লীগে কে নেতৃত্ব দেন?
ক) জিন্না
খ) লিয়াকত
গ) মনসুর আলী
ঘ) কোনটাই নয়
উত্তর : কোনটাই নয়
4) কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান?
ক) সমুদ্রগুপ্ত
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ) প্রথম কুমার গুপ্ত
ঘ) স্কন্দ গুপ্ত
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
5) ভারতে কতগুলো প্রদেশ আছে?
ক) ২২
খ) ২৫
গ) ৩২
ঘ) ২৯
উত্তর : ২৯
6) ২০০৬ সালে কোন দেশ ফুটবল বিশ্বকাপ জয় করে?
ক) ব্রাজিল
খ) জার্মানি
গ) আর্জেন্টিনা
ঘ) ইটালি
উত্তর : ইটালি
7) ভৌম জলের পূরণ সবচেয়ে বেশি কোন ঋতুতে হয়?
ক) শীত
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) বসন্ত
উত্তর : বর্ষা
8) ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ক্রিকেট
খ) টেনিস
গ) হকি
ঘ) ফুটবল
উত্তর : ফুটবল
9) গীতগোবিন্দ রচয়িতা জয়দেব কার সভাকবি?
ক) ধর্মপাল
খ) দেবপাল
গ) বল্লাল সেন
ঘ) লক্ষ্মণ সেন
উত্তর : লক্ষ্মণ সেন
10) পাণিপথের যুদ্ধ কোন সালে হয়?
ক) ১৫২১
খ) ১৫২৬
গ) ১৫৩৫
ঘ) ১৬২১
উত্তর : ১৫২৬