WBERC Recruitment- চাকরিপ্রার্থীদের জন্য এসে গেল এক সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের (WBERC) তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি অবশ্য সম্পূর্ণ চুক্তি ভিত্তিক। যোগ্যতা, বয়সসীমা থেকে শুরু করে মাসিক মাইনে, আবেদনের প্রক্রিয়া, বিস্তারিত তথ্য জানানো হল আজকের প্রতিবেদনে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে কনসালট্যান্ট পদের জন্য নির্দিষ্ট বয়সসীমার কথা বিজ্ঞপ্তিতে বলা হয় নি। তবে, যোগ্য প্রার্থীরা মাস গেলে কত টাকা মাইনে পাবেন সেই বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কন্সাল্ট্যান্টস পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক স্যালারি থাকছে 1 লক্ষ 50 হাজার টাকা।
নতুন চাকরির খবর – ICDS Vacancy 2024- রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদন চলবে ৩১শে মার্চ পর্যন্ত।
WBERC Recruitment 2024
WBERC Recruitment Notification বা বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে যে ছয় মাসের চুক্তির ভিত্তিতে এই কর্মীদেরকে কাজে লাগানো হবে। পরবর্তী সময়ে কাজের মূল্যায়ন করে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কার্যালয় কাজের মেয়াদ বৃদ্ধি করতে পারে। আরোও বিস্তারিত জানার জন্য অবশ্যই চোখ রাখুন West Bengal Electricity Regulatory Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে।
WBERC Recruitment-এর শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা হিসেবে Engineering বিষয়ে Graduate ডিগ্রী থাকলেই আপনি কনসালট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, পাওয়ার সেক্টর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার পাশাপাশি পাওয়ার সেক্টরে অন্তত ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার শেষ তারিখ – 27শে মার্চ 2024
নতুন চাকরির খবর – WB Nirman Sahayak Recruitment- রাজ্যে নির্মাণ সহায়ক পদে কর্মী নিয়োগ! প্রতি মাসে বেতন ৭৪,৫০০ টাকা! আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নিন
জানুন অফলাইনে আবেদন করার পদ্ধতি
WBERC Recruitment 2024 -এর এই পদে অফলাইনে আবেদন করতে পারবেন যোগ্য আগ্রহী চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য West Bengal Electricity Regulatory Commission এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে সেটিকে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর উপযুক্ত নথি সহকারে জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটি হল – Secretary, WBERC, Plot No: AH/5 (2nd & 4th Floor), Premises No: MAR 16-1111, Action Area -1A, New Town, Rajarhat, Kolkata 700163
WBERC Recruitment Notification – Download