ICDS Vacancy 2024- রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদন চলবে ৩১শে মার্চ পর্যন্ত।

Advertisement

ICDS Vacancy 2024- সরকারি চাকরির আশায় যে সকল মহিলারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবার তাদের জন্য প্রকাশ্যে এলো এক সুখবর। ইতিমধ্যে, রাজ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Karmi) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi worker) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন থেকে শুরু করে আবেদনের সময়সীমা এমনকি প্রার্থীর বয়সের বিষয় ও পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করা হল।

Advertisement

নতুন ICDS Vacancy-এর বয়সসীমা

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে (ICDS Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ এর মধ্যে। ১/১/২০২৪ তারিখ অনুযায়ী হিসেব করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, মহিলা ভারতীয় নাগরিক হলে তবেই তিনি আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

নতুন চাকরির খবর- WB Nirman Sahayak Recruitment- রাজ্যে নির্মাণ সহায়ক পদে কর্মী নিয়োগ! প্রতি মাসে বেতন ৭৪,৫০০ টাকা! আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন

শিক্ষাগত যোগ্যতাঃ যদি কোন মহিলা প্রার্থী অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi worker ICDS Vacancy 2024) পদের জন্য আবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন, তাঁকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতেই পাকাপাকিভাবে থাকতে হবে।

মাসিক বেতনঃ মাস গেলে ৬৫০০ টাকা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে (ICDS Vacancy Anganwadi Sahayika) কর্মরত প্রার্থীদের। সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতাও এই বেতনের সাথেই যুক্ত। তবে, এপ্রিল মাস থেকে প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও চাকরির খবর- RRB Recruitment 2024- ৯১৪৪ শূন্যপদে RRB টেকনিশিয়ান নিয়োগ! আবেদন চলবে ৮ এপ্রিল পর্যন্ত

জানুন অনলাইনে আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমেই আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ ICDS Vacancy Online Apply ইতিমধ্যেই শুরু হয়েছে, আবেদন চলবে ৩১/০৩/২০২৪ তারিখ পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে তবেই আবেদন করুন।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইটClick
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload
অনলাইন আবেদনের লিঙ্কClick

10 thoughts on “ICDS Vacancy 2024- রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদন চলবে ৩১শে মার্চ পর্যন্ত।”

Leave a Comment