WB Leave Rules – রাজ্য সরকারের কর্মীদের ছুটির নিয়মে নয়া বদল। কতটা সুবিধা হতে চলেছে তাদের তা আগামী দিনই স্পষ্ট হবে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরো ৪% বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। এই খুশির খবরের পাশাপাশি এই নয়া নিয়মের (Leave Rules) পরিবর্তনকে ঘিরে চাপা উত্তেজনাও রয়েছে। আসুন জেনে নিই নয়া নিয়ম পরিবর্তনের কি কি সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
WB Leave Rules for west Bengal govt. Employees
পুরনো নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা অফলাইনে ছুটির আবেদন করতেন যে কারণে রাজ্যের অর্থ দপ্তরে হিসাব মেলানোতে সমস্যা তৈরি হতো। কারণ একজন সরকারি কর্মচারী আর সারা কর্মজীবনে ৩০০ দিনের ছুটির বেতন পান কিন্তু এই অফলাইন ছুটির হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজ্যের অর্থ দপ্তরকে। হিসাব মেলানোতে ভ্রান্তি সৃষ্টি হওয়ায় এবার এই ছুটির প্রক্রিয়া টিকে অনলাইন পদ্ধতির মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে যাতে করে স্বচ্ছতাও বজায় থাকে এবং হিসাব মেলানোতে সুবিধা হয়।
অফলাইনের মাধ্যমে ছুটির আবেদন করায় তাতে বেশি টাকা খরচ হচ্ছে রাজ্যের অর্থ দপ্তরের এমনটাই অভিযোগ জানানোর ফলে এই নয়া-নিয়ম চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে কর্মীদের জন্য যেখানে গিয়ে তাঁরা নিজেদের ছুটির আবেদন করতে পারবেন। সেখানেই রয়েছে এপ্রুভাল প্রসেস।
সিস্টেমেটিক পদ্ধতি সম্পর্কে বিশদে জানার জন্য নির্দেশিকাও দেওয়া রয়েছে যেটা পড়লে খুব সহজেই একজন কর্মচারী বুঝতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিশেষজ্ঞ মহল মনে করছেন এতে রাজ্যের কোষাগারের বেশ কিছু টাকা বাঁচানো সম্ভব হবে যা পুরনো পদ্ধতিতে বেশি খরচ হয়ে যাচ্ছিল।
আরও পড়ুন – Yuvashree Prakalpa 2024 – বাংলার যুবক-যুবতীরা প্রতি বছর পাবে ১৮০০০ টাকা! আবেদন করুন এই প্রকল্পে ।
এক ধাক্কায় রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বা Dearness Allowance (DA) বৃদ্ধি সাথে এড হক বোনাস বৃদ্ধি করার পর তাদের এই নয়া ছুটির নিয়মের (Holiday Rules) পরিবর্তন কতটা আদৌ সরকারি কর্মচারীদের সুবিধা হল তা সময়ই বলবে। কারণ ১৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার এড হক বোনাসও এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছেন। যে সমস্ত কর্মচারীদের ৪২০০০ টাকার নিচে বেতন তাদের এড হক বোনাস ৭০০ টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে করা হয়েছে ৬০০০ হাজার টাকা। যা নিঃসন্দেহে খুশির খবর কর্মচারীদের জন্য। এবার এই ছুটির নিয়মের বদল আগামী দিনে কতটা সুবিধা করতে পারে কর্মচারীদের তা জানতে আর আগামী সময় গুলোর উপর নজর রাখতে হবে আমাদের।