SSC Job Recruitment 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) এর মাধ্যমে নতুন শূন্যপদে বিপুল কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল। শয়ে শয়ে শূন্যপদে চাকরি পাবে অপেক্ষারত ছেলেমেয়েরা। পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা প্রার্থী এখানে আবেদনযোগ্য। তবে কিছু যোগ্যতার শর্ত রয়েছে। যা অবশ্যই জেনে নিতে হবে। আজকের প্রতিবেদন সেই সকল চাকরিপ্রার্থীদের জন্য যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চাইছেন।
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ (SSC Job Recruitment 2024) প্রক্রিয়া ২০২৪
সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে চাকরিতে আবেদনের সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের সকল পুরুষ ও মহিলা প্রার্থীদের। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এখানে মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হবে। পদের নাম হল জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল)। সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে মোট ৯৬৮ জনকে। সারা দেশব্যাপী এই নিয়োগ প্রক্রিয়া চলবে। যার মধ্যে জায়গা পাবেন পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসির নিয়োগ (SSC Job Recruitment) প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এখানে যারা আবেদন জানাতে চাইছেন তাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশের যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি উক্ত প্রার্থীর দুই বছরের কাজের যোগ্যতা থাকতে হবে।
বয়স সীমা
এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়সের মাপকাঠি বলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এই নিয়োগে যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের বয়স হতে হবে, ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে।
বেতন
স্টাফ সিলেকশন কমিশনের প্রত্যেক চাকরিতে উচ্চ বেতন দেওয়া হয়। তবে কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি থেকে উক্ত পদের বেতন সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। প্রার্থীরা নিযুক্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
আবেদন জানাবেন কিভাবে
- i) প্রথম ধাপ: যে সকল আগ্রহী স্টাফ সিলেকশন কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://ssc.nic.in/)-এ ভিজিট করুন। এরপর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
- ii) দ্বিতীয় ধাপ: ওয়েবসাইট থেকে আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্রটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিন। দেখবেন সমস্ত তথ্য যেন নির্ভুলভাবে উল্লেখ করা থাকে। কোনো তথ্য ভুল দেবেন না।
- iii) তৃতীয় ধাপ: এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজের পাসপোর্ট সাইজ ছবি ও সমস্ত ডকুমেন্ট যুক্ত করে, আবেদন ফি পেমেন্ট করে তা জমা দিয়ে দিন। আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা করতে হবে। তবে মহিলা প্রার্থী, SC, ST, PWD প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে না।
আবেদনের সময়সীমা
এই নিয়োগের আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে। সময়সীমা পেরিয়ে গেলে আর আবেদন জমা নেওয়া হবে না। তাই অ্যাপ্লিকেশন পাঠাবার আগে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBD) নেওয়া হবে। তারপর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সবশেষে মেডিকেল টেস্টের পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে SSC-র ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।