Siliguri Municipal Corporation Recruitment- চাকরিপ্রার্থীদের জন্য আরও একটা সুখবর। শিলিগুড়ি পুরো নিগম নিয়োগ করতে চলেছে বিপুল শূন্য পদে। সব থেকে বড় খুশির খবর হল, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবদান করতে পারবেন। কোন লিঙ্গ বৈষম্য নেই। ফলে, পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আর বেতনও বেশ আকর্ষণীয়। কী যোগ্যতা লাগবে? কারা আবেদন করতে পারবেন? আবেদনের শেষ তারিখ কবে? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।
Municipal Corporation Recruitment-এ কোন কোন পদে নিয়োগ?
আপনি কি পুরসভায় ভালো চাকরির খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। রাজ্যের এই পুরসভায় ফের কর্মী নিয়োগ হসচ্ছে। কোন কোন পদে হবে নিয়োগ চলুন জেনে নেওয়া যাক। শিলিগুড়ি পুরসভা নতুন করে PTMO এবং RMO এই দুই পদে নতুন করে আবেদন শুরু হয়েছে।
বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা
বয়স সীমাঃ Municipal Corporation Recruitment-এ PTMO এবং RMO এই দুই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তাহলেই তারা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ শিলিগুড়ি পুরসভার PTMO এবং RMO এই দুই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাচাই করা হবে।
বেতনঃ PTMO পদে চাকরি হলে প্রার্থীদের প্রতিমাসে ২৪,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আর RMO পদে চাকরি হলে প্রার্থীদের প্রতিমাসে ৪০,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
Siliguri Municipal Corporation Recruitment-এ জানুন আবেদন প্রক্রিয়া
এই Siliguri Municipal Corporation Recruitment-এ আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের নিজের একটা বায়োডাটা তৈরি করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যোগ করে, To, The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri, Pin -734001 এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ শে মার্চ ২০২৪। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন। মনে রাখবেন, এই নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে।
প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক ও তারিখ
অফিশিয়াল ওয়েবসাইট | @siligurismc.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন | Download |
আবেদনের শেষ তারিখ | ২১/০৩/২০২৪ |