Railtel Corporation Recruitment – চাকরিপ্রার্থীদের জন্য আবার একটা খুশির খবর। রেলটেল কর্পোরেশনের তরফে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। নোটিশ নং- RCIL/COOHR(DEPU)/9/2024, আবেদন জানানোর সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের উনিশটি জেলার চাকরিপ্রার্থীদের জন্যই। এখানে আবেদন জমা করা যাবে অনলাইনে। যোগ্য ও উপযুক্ত প্রার্থীরা অতি শীঘ্রই নিজেদের আবেদন জমা করুন। আপনাদের সুবিধার্থে নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।
রেলটেল কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৪ (Railtel Corporation Recruitment 2024)
রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন শাখায় ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Railtel Corporation Recruitment Notification) প্রকাশিত। প্রার্থীদের নিয়োগ করা হবে সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার (সিগন্যালিং) পদের জন্য। মোট শূন্যপদের সংখ্যা ১ টি। নিযুক্ত প্রার্থীরা পোস্টিং পাবে দেশের বিভিন্ন প্রান্তে। যোগ্য প্রার্থীরা ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ পাবেন। আবেদন জানানোর আগে শর্তগুলি জেনে নেওয়া দরকার। আসুন সে বিষয়ে বিস্তারিত জানা যাক।
আরও পড়ুন – Income Tax Recruitment 2024 – আয়কর দপ্তরে নতুন পদে কর্মী নিয়োগ। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে আবেদনকারী প্রার্থীদের রেলওয়ে সিগন্যালিং সম্পর্কে ধারণা এবং কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তবেই সেই প্রার্থী এই নিয়োগে বিশেষ অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা ও বেতন কাঠামো
যে সকল প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তারা আবেদনের বয়সসীমার সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে আবেদন জানানোর জন্য কোন প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানির এই নিয়োগ (Railtel Corporation Job Recruitment) প্রক্রিয়ায় যারা চাকরি পাবেন তাদের উচ্চ হারে বেতন দেওয়া হবে। যদিও অফিসিয়াল ভাবে বেতন সম্পর্কে কোন সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
আবেদন জানাবেন কিভাবে
এই নিয়োগের আবেদন চলছে অনলাইনে। যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা ভিজিট করুন (www.railtel.in.)-এই ওয়েবসাইটে। তারপর সেখান থেকে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে নিন।অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা হলে
প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে জমা করে দিন আবেদন পত্র।
আরও পড়ুন – ICDS সুপারভাইজার পদে কর্মী নিয়োগ। হাইকোর্টের বড় নির্দেশ | ICDS Supervisor Recruitment Updates
আবেদনের সময়সীমা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে চাইছেন, তাদের আগামী ২৩ মে ২০২৪ তারিখের মধ্যে নিজেদের আবেদন জমা করতে হবে। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি – Download
Online Apply – Click Here