Data Entry operator Job- রাজ্যে কলকাতা পুলিশ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা মোটা বেদনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুখবর। শুধুমাত্র কম্পিউটার জানা থাকলে মিলবে এই ভালো বেতনের চাকরি। আসুন আজকের এই প্রতিবেদন সহকারে সমস্ত তথ্য জেনে নিই।
Data Entry operator Job Vacancy 2024
- পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry operator)
- নিয়োগ সংস্থা : পুলিশ কমিশনারের কার্যালয় দপ্তর
- আবেদনের শেষ তারিখ : ০৪/০৪/২০২৪
বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
বয়সসীমা : এই Data Entry operator পদের জন্য আবেদনকারীদের নির্দিষ্ট বয়সসীমার মধ্যবর্তী হওয়া প্রয়োজন। আবেদনকারীর বয়স হিসাব ০১/০৪/১৯৯৭ তারিখের পরে এবং ০১/০৪/২০০৬ তারিখের আগে জন্মগ্রহণ করতে হবে। এর মধ্যবর্তী বয়সী যেকোনো প্রার্থী আবেদন জানাতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা : Data Entry operator Job Vacancy-এর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত প্রার্থীদের বাংলায় পড়তে, লিখতে দক্ষতা থাকতে হবে এবং ডেটা এন্ট্রির উদ্দেশ্যে ভাল টাইপিং দক্ষতা থাকতে হবে।
Data Entry operator Job Vacancy-এর শূন্যপদ ও বেতন
এই ডাটা এন্ট্রি অপারেটর পদে সবমিলিয়ে মোট ২২৫ টি শূন্যপদ রয়েছে। ২২৫ টি শূন্যপদের মধ্যে জেনারাল প্রার্থীদের জন্য ১০০ টি, ওবিসি প্রার্থীদের জন্য ৩৮ টি,এসসি প্রার্থীদের জন্য ৫০ টি, এসটি প্রার্থীদের জন্য ১৪ টি এবং ইডাব্লিউ এস পার্থীদের জন্য ২৩ টি শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের বেতন হিসেবে মাসিক ১৬০০০ টাকা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি
এই ডাটা এন্ট্রি অপারেটর পদে (Data Entry operator Job Recruitment) কলকাতা পুলিশে অস্থায়ী ও চুক্তিভিত্তিক প্রার্থীদের নিযুক্ত করা হবে। এই পদে প্রার্থীরা শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর আগে অবশ্যই নিচের পদ্ধতিগুলো ভালোভাবে জেনে নিন।
- ১. এই পদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- ২. তারপর পুনরায় লগইন করে ভালোভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
- ৩. সর্বশেষে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির যেমন আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটোকপি আবেদনকারীর স্বাক্ষর,পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, শেষ যোগ্যতা পরীক্ষার শংসাপত্র,প্রযুক্তিগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণে জন্ম শংসাপত্র/ মাধ্যমিক পাসের শংসাপত্র,জাত শংসাপত্র, যদি প্রযোজ্য হয় ,ভোটার কার্ড , রেশন কার্ড বা ঠিকানার প্রমাণ হিসাবে অন্য কোনো বৈধ নথি এবং আয় ও সম্পদের শংসাপত্র (প্রযোজ্য হলে) ইত্যাদি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।