Kalyani University Recruitment- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ! প্রতিমাসে বেতন ৩১,০০০ টাকা, আবেদন করুন শীঘ্রই

Advertisement

Kalyani University Recruitment- আপনি কি একজন শিক্ষিত চাকরিপ্রার্থী? ভালো চাকরির সুযোগের অপেক্ষায় রয়েছেন? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কল্যাণী ইউনিভার্সিটিতে রয়েছে কাজের সুযোগ। এই বিশ্ববিদ্যালয়ের তরফে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের সম্পূর্ণ Kalyani University Recruitment নোটিশটি মন দিয়ে পড়ে নিতে হবে। আগ্রহীদের জন্য সমস্ত তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

Advertisement

Kalyani University Recruitment ভ্যাকেন্সি ডিটেলস

পশ্চিমবঙ্গের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হল কল্যাণী ইউনিভার্সিটি। এবার এই বিশ্ববিদ্যালয়ের তরফেই জারি হল নতুন Kalyani University Recruitment বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখানে মূলত প্রজেক্ট ফেলো পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে। প্রার্থীদের নিয়োগ করা হবে- i) CRS Project Fellow (Junior-I) এবং ii) CRS Project Fellow (Junior-II) এই দুই পদের জন্য কর্মী নিয়োগ হবে। নিয়োগে অংশগ্রহণ করতে হলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও চাকরির খবর – BDO Office Recruitment- পশ্চিমবঙ্গের বিডিও অফিসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ! ভালো বেতনের চাকরি! বিস্তারিত জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আবেদন জানাতে আগ্রহীরা অবশ্যই তা জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে আবেদন জানাতে পারবেন সেই সকল প্রার্থীরা যাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫৫% নম্বর নিয়ে ‘ME’ অথবা ‘M.Tech’ ডিগ্রি থাকবে। তবে আবেদন জানানোর আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন অবশ্যই।

বয়সসীমা

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশ পাওয়া বিজ্ঞপ্তিতে (Kalyani University Recruitment Notification) আবেদনরত প্রার্থীদের বয়স কত হতে পারে, সে সম্পর্কেও বলা হয়েছে। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই নোটিফিকেশনটি মন দিয়ে পড়ে নিয়ে তবেই নিজেদের অ্যাপ্লিকেশন
জমা করবেন।

বেতন ও সুবিধা

Kalyani University Recruitment-এর এই নিয়োগে যাঁরা সিলেক্টেড হবেন, তাঁদের প্রত্যেক মাসে উচ্চ বেতন ও নানান সুবিধা দেওয়া হবে। বলা হয়েছে, CRS Project Fellow (Junior-I) পদে যে সকল প্রার্থীরা নিয়োগ পাবেন, তাঁদের মাসিক ১৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া, যে সকল প্রার্থীরা CRS Project Fellow (Junior-II) পদের জন্য নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসে ৩১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন জানাবেন কিভাবে?

Kalyani University Recruitment-এ যাঁরা অংশ নিতে চাইছেন, তাঁদের প্রথমে উক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে তা ফিল আপ করে তার সঙ্গে নিজেদের সমস্ত ডকুমেন্টসগুলি যুক্ত করে সেগুলি জি-মেইল মারফত পাঠাতে হবে। তারপর আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ফর্ম সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জমা করবেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করুন। বিস্তারিত জানতে নজর রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও চাকরির খবর – Post Office Recruitment- পোস্ট অফিসের তরফে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হলো! প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা

প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট@klyuniv.ac.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনDownload

Leave a Comment