BDO Office Recruitment- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি (WB New Recruitment) প্রকাশিত। কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর দিয়ে চাকরি পেতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের একটি বিডিও (WB BDO Office Recruitment) অফিসে রয়েছে নির্দিষ্ট পদে কাজের সুযোগ। আগ্রহী প্রার্থীরা আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
BDO Office Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিডিও অফিসের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি (BDO Office Recruitment Notification) জারি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রার্থীদের চাকরি দেওয়া হবে যে পদে- ‘ব্লক লেভেল অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট (Block Level Assistant Accountant)’। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ কর্মসূচি পরিচালিত হবে বলে জানা যাচ্ছে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। আবেদন জানাতে চাইলে নিম্নে বিবরণী পড়ে নিন।
বয়সসীমা ও বেতন
বয়সসীমাঃ পশ্চিমবঙ্গ সরকারের বিডিও অফিসে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদে যাঁরা নিয়োগ পেতে আগ্রহী, তাঁরা বয়সসীমার নিয়মটি জেনে নিন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগে আবেদন জানাতে পারবেন সেই সকল প্রার্থীরা যাঁদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। এই বয়সের অন্তর্গত প্রার্থীরা অবশ্যই আবেদন জমা করুন।
বেতনঃ BDO Office Recruitment-এ যে সকল প্রার্থীরা এখানে নিয়োগ পাবেন, তাঁদের বেতন হবে যথেষ্ট ভালো, সঙ্গে মিলবে একাধিক সুযোগ-সুবিধা। নোটিফিকেশনে বলা হয়েছে, নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা। পরে বেতন বাড়তে পারে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
রাজ্যের বিডিও অফিসের নিয়োগে (BDO Office Recruitment) আলাদা করে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। কারণ এখানে অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন জানাতে পারবেন। তবে হ্যাঁ, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ও স্মার্টফোনে কাজ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া, আবেদনকারী প্রার্থীকে শারীরিকভাবে ফিট থাকতে হবে।
ইন্টারভিউের তারিখ
বিডিও অফিসের ব্লক লেভেল অ্যাকাউন্টেন্ট পদের নিয়োগ প্রক্রিয়ায় আগের থেকে অ্যাপ্লিকেশন জমা করতে হবেনা। অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা করার ব্যাপার নেই। আবেদনকারী প্রার্থীরা আগামী ২৩ মার্চ ২০২৪ তারিখ সকাল এগারোটার মধ্যে নির্দিষ্ট স্থানে নিজেদের যাবতীয় ডকুমেন্ট ও পূরণ করা আবেদনপত্র-সহ পৌছে যান ও ইন্টারভিউ দিয়ে আসুন। ইন্টারভিউতে সিলেক্ট হলে উক্ত পদের জন্য নিয়োগ পেয়ে যাবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রয়োজনীয় গুরুত্বপূর্ন লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | @purbabardhaman.nic.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন | Download |