Kalyani NIMBG Recruitment- আপনি কি একজন শিক্ষিত চাকরিপ্রার্থী? দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে ছিলেন? তবে আপনার জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গে রয়েছে বেশ কিছু শূন্যপদে কাজের সুযোগ। নিযুক্তদের প্রতিমাসে দেওয়া হবে মোটা অংকের বেতন। তাই এই নিয়োগ হতে পারে আপনার স্বপ্নের চাকরির ঠিকানা। আবেদন জানানোর জন্য কিন্তু কিছু শর্ত মানতে হবে। কি কি শর্ত মানতে হবে, সে বিষয়ে
বিস্তারিত তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।
Kalyani NIMBG Recruitment 2024 Notification
কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জেনোমিক্স (NIMBG)-তে গবেষণা সংক্রান্ত কাজের জন্য বেশ কিছু পদে কর্মী নিয়োগ হবে। সম্প্রতি সে বিষয়ে জানিয়ে সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিবরণী উল্লেখ রয়েছে। যে গবেষণার প্রজেক্টের জন্য প্রার্থী নিয়োগ হবে সেটি হল ‘জিনোমইন্ডিয়া: ক্যাটালগিং দ্য জেনেটিক ভেরিয়েশন ইন ইন্ডিয়ান্স’। এটি একটি ‘মাল্টি সেন্টার অ্যান্ড মাল্টি ইনস্টিটিউশনাল’ প্রজেক্ট।’ এই প্রজেক্টের কাজের জন্য নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে বলেই জানা যাচ্ছে।
শূন্যপদের বিবরণ
শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্টের জন্য যে যে পদে কর্মী নিয়োগ হবে সেগুলি হল- i) প্রজেক্ট অ্যাসিসট্যান্ট, ii) ল্যাব অ্যাসিস্ট্যান্ট iii) টেকনিশিয়ান, iv) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং v) ডেটা অ্যানালিস্ট পদে। মোট
শূন্যপদের সংখ্যা হল পাঁচটি। আগ্রহীরা অনলাইন মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থী এই নিয়োগে অংশ নিতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটি জেনে নেওয়া দরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট/ টেকনিশিয়ান পদের জন্য আবেদন জানাতে চান সেই সমস্ত প্রার্থীদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে ডিপ্লোমার সঙ্গে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরাও নিয়োগে আবেদন জানাতে পারবেন। যাদের হিউম্যান স্যাম্পল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, তাঁদের এই নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক একইভাবে অন্যান্য পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই পড়ে নেবেন।
বয়সসীমা ও কাজের মেয়াদ
বয়সসীমাঃ এই নিয়োগ প্রক্রিয়ায় বয়সীমার কথা আলাদা করে উল্লেখ করা হয়নি। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে
বয়সসীমার আলাদা করে কোনোও উল্লেখ নেই।
কাজের মেয়াদঃ এই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত পদেই প্রথমে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। এরপর কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
বেতন কাঠামো
এই নিয়োগে যাঁরা অংশ নির্বাচিত বলে বিবেচিত হবেন, তাঁদের প্রতিমাসে ভালো বেতন দেওয়া হবে। যারা এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা অ্যানালিসিস্ট পদের জন্য নির্বাচিত হবেন, তাঁদের প্রতিমাসের পারিশ্রমিক হবে ৩০ হাজার টাকা। আর বাকি দুটি পদের জন্য নিয়োগ পাবেন, তাদের মাসিক পারিশ্রমিক হবে ২০ হাজার টাকা।এর সঙ্গে মিলবে বাড়ি ভাড়া বাবুর ২৪ শতাংশ ভাতা।
আবেদন জানাবেন কিভাবে
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জানানো যাবে অফলাইন মারফত। আবেদনরত প্রার্থীরা তাঁদের বায়োডাটা ও অন্যান্য ডকুমেন্টগুলি বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেইল আইডিতে পাঠিয়ে দেবেন। আবেদন জমা দেওয়ার ঠিকানা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। বিজ্ঞপ্তিটি পড়লে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আবেদনের সময়সীমা
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে আগামী ২৮ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। সময় সীমা পেরিয়ে গেলে আর নতুন করে আবেদন জানাতে পারবেন না। তাই অবশ্যই চেষ্টা করুন সময়ের মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করার।