Ration Card Correction- বাড়িতে বসে সহজেই করে নিন রেশন কার্ডের ভুল সংশোধন! কিভাবে করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ

Advertisement

Ration Card Correction- বর্তমানে রেশন কার্ড ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। খাদ্য দ্রব্য সংগ্রহ করা ছাড়াও রেশন কার্ড এখন পৃথক ভাবে প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। কোনও সরকারি সাহায্য পাওয়া থেকে স্কিমের ফর্ম ফিল আপ সব কিছুতেই অত্যাবশ্যকীয় হয়ে গেছে রেশন কার্ড। এখন কথা হচ্ছে, রেশন কার্ডে কোন ভুল থাকলে তা সংশোধন করতে ছুটতে হত খাদ্য দপ্তরের অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp)। কিন্তু এখন সেসব ঝামেলা অতীত। বাড়িতে বসেই কয়েক মিনিটে রেশন কার্ডের ভুল সংশোধন করুন।

Advertisement

রেশন কার্ডে কোনো তথ্য ভুল থাকলে এর আগে বিস্তর ছোটাছুটি করতে হত। দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে আবেদন করতে হতো। তা না হলে খাদ্য দপ্তরের অফিসের ছুটতে ছুটতে জুতোর সুকতলা ছিঁড়ে যেত। আবার শুধু আবেদন করলেই হত না, কারেকশন হওয়া নতুন রেশন কার্ড (New Ration Card) পেতে সাত থেকে দশ দিন অপেক্ষা করতে হত। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন সবকিছুই সহজ হয়ে গিয়েছে, বাড়ি বসে যেকোনো কাজ করা এখন কয়েক মিনিটের ব্যাপার। ঠিক তেমনই সহজ বাড়ি বসে রেশন কার্ডের কারেকশন করা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now  

আরও পড়ুন – UIDAI Recruitment- আধার দপ্তরে বিপুল কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন প্রায় 50,000 টাকা, জানুন আবেদন পদ্ধতি

অনলাইনে রেশন কার্ড ভুল সংশোধন (Ration Card Correction) বা আপডেট করবেন কিভাবে জানুন।

আপনার রেশন কার্ডে যদি কোন তথ্য ভুল থাকে, যেমন নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, ইত্যাদি তাহলে সেটি আপনি বাড়িতে বসে ফোন অথবা ল্যাপটপ দিয়ে পরিবর্তন করে নতুন এবং আপডেটেড রেশন কার্ড হাতে পেতে পারবেন। কিভাবে Ration Card Correction করবেন নিম্নে আলোচনা করা হল নয়টি ধাপে।

১) প্রথম ধাপ: প্রথমে আপনাকে ভিজিট করতে হবে (food.wb.gov.in) ওয়েবসাইটে।
২) দ্বিতীয় ধাপ: এরপর ওই ওয়েবসাইট থেকে ‘Ration Card’ লেখার উপর ক্লিক করুন।
৩) তৃতীয় ধাপ: এরপর পরবর্তী পেজে চলে যান এবং ‘Rectify Name Age & Gender As Per Aadhaar’ এই অপশনে ক্লিক করুন।
৪) চতুর্থ ধাপ: এরপর আপনি যে রেশন কার্ডটি সংশোধন করতে চাইছেন সেই নাম্বারটি উল্লেখ করে সার্চ অপশনে ক্লিক করুন।

৫) পঞ্চম ধাপ: এরপর নিচে Name, DOB, Age, Address, Guardian Name পরিবর্তন করার অপশন চলে আসবে। আপনি যদি পরিবর্তন করতে চাইছেন সেটিতে টিক মার্ক দিন, নিচের বক্সে টিক মার্ক দিয়ে ওটিপি সেন্ড করতে বলুন।
৬) ষষ্ঠ ধাপ: আপনার আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত তাতে ওটিপি আসবে। এবার সেই ওটিপি উল্লেখ করুন।

৭) সপ্তম ধাপ: এরপর স্ক্রিনে তথ্য দেখতে পাবেন। দেখা হয়ে গেলে ভেরিফাই এবং সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন।
৮) অষ্টম ধাপ: এরপর যে তথ্য আপনি চেঞ্জ করতে চাইছেন সেটি উল্লেখ করুন, ও সাবমিট করলে আপনার রেশন কার্ডটি সংশোধিত হয়ে যাবে।
৯) নবম ধাপ: এরপর রেশন কার্ডটি ডাউনলোড করে নিন। সংশোধিত রেশন কার্ড পেয়ে যাবেন।

আরও পড়ুন – Group D Recruitment- রাজ্যে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ১৭ হাজার টাকা

Leave a Comment