ISRO Recruitment- ভারতবর্ষের স্পেস রিসার্চ সংস্থা ইসরো (Indian Space Research Organization)-এর তরফে কর্মখালির বিজ্ঞপ্তি জারি হয়েছে। একগুচ্ছ পদে প্রার্থী নিয়োগ করবে এই সংস্থা। নানান ধরণের পদ মিলিয়ে চাকরি দেওয়া হবে বহু প্রার্থীকে। নিজের স্বপ্নের কেরিয়ার গড়ে তুলতে চাইলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। আবেদন জানানোর জন্য কী কী করতে হবে, তা নিম্নে আলোচনা করা হল।
ISRO Recruitment 2024-এর ভ্যাকেন্সি ডিটেলস
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ISRO)-তে কর্মী নিয়োগের Advt. No. NRSC-RMT-2-2024 বিজ্ঞপ্তি (ISRO Recruitment Notification) জারি হয়েছে। এখানে নানা পদ মিলিয়ে মোট ৭১টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে। যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- Research Scientist (RS), Project Scientist-I, Project Scientist-B, Project Associate-I, Project Associate-II and Junior Research Fellow (JRF). এই পদগুলিতে চাকরি পেতে হলে যে যে শর্তগুলি মানতে হবে, সেগুলি আলোচনা করা হল।
আরও পড়ুন – B.Ed Result 2024- প্রকাশ পেল বি.এড পরীক্ষার রেজাল্ট! কিভাবে চেক করবেন ফলাফল? দেখে নিন একনজরে
শিক্ষাগত যোগ্যতা
ইসরোর তরফে সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আবেদন জানাতে আগ্রহীরা অবশ্যই জেনে নিন। ইসরোর এই নিয়োগে প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা রাখা হয়েছে। যাঁরা আবেদন জানাতে চান, তাঁরা অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।
বয়সসীমা ও বেতন
বয়সসীমাঃ ইসরোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনরত প্রার্থীদের বয়স কত হতে পারে, সে সম্পর্কেও বলা হয়েছে। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতনঃ এই নিয়োগে যাঁরা সিলেক্টেড হবেন, তাঁদের প্রত্যেক মাসে উচ্চ বেতন ও নানান সুবিধা দেওয়া হবে। এই নিয়োগে বিভিন্ন পদের জন্য বেতনক্রম আলাদা। নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, নিযুক্ত প্রার্থীদের স্যালারি হবে ৩১,০০০ টাকা থেকে ৫৬,১০০ টাকা পর্যন্ত। নোটিফিকেশনে বেতনক্রমের কথাও উল্লেখ করা হয়েছে।
আবেদন জানাবেন কিভাবে?
ইসরোর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা ভিজিট করবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনপত্র জমা করা যাবে অনলাইন মারফত। তাই যাঁরা অ্যাপ্লিকেশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁরা ইসরোর ওয়েবসাইট-এ যান, অ্যাপ্লিকেশন ফর্মে নিজেদের তথ্যগুলি দিয়ে পূরণ করুন তারপর যথাযথ নির্দেশমতো তা সাবমিট করে দিন। নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।
এই নিয়োগে ISRO Recruitment 2024-এর নিয়োগ প্রক্রিয়া
যাঁরা ইসরোর নিয়োগে অংশ নিতে চাইছেন তাঁদের জানা দরকার যে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোও লিখিত পরীক্ষা হবেনা। বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অতএব দুর্দান্ত সুযোগ থাকছে সকল চাকরিপ্রার্থীদের জন্য। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ে নিন সংস্থার তরফে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনটি।