Lakshmi Bhandar 2024 – পহেলা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হতেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের একাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেকেই সেই টাকা পেয়ে গিয়েছেন। তবে বহু মহিলা সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত্রি তাদের ক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকারের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের (Lakshmi Bhandar) জন্য আবেদন করা বাঞ্ছনীয়। এপ্রিল থেকেই ঢুকছে টাকা। শুরু হয়ে গিয়েছে লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া। কি কি কাগজপত্র লাগছে ফরম ফিলাপ করতে? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন..
Lakshmi Bhandar 2024 -এ কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে (Lakshmi Bhandar 2024) আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পে নথিভুক্ত থাকবেন। তবে না থাকলেও সমস্যা নেই। বিভিন্ন সরকারি চাকরি অর্থাৎ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কোন সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় কর্মরত থাকলে এবং সরকারি পেনশন এর অধিকারী হলে সেই মহিলা আবেদন করতে পারবেন না।
লক্ষীর ভান্ডারী আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি থাকে), ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ ( অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, IFSC কোড এবং MICR কোড ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি), আবেদনকারীর সম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
Lakshmi Bhandar 2024 লক্ষীর ভান্ডারে আবেদন পদ্ধতি
- লক্ষীর ভান্ডারের জন্য অনলাইনে করতে হলে প্রথমে https://socialsecurity.wb.gov.in ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করুন।
- এরপর রেজিস্ট্রেশন করুন। নিজের স্থায়ী মোবাইল নম্বরের সাহায্যে লগইন করুন।
- এরপরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। আবেদনপত্র পূরণ করা এবং নথিপত্র আপলোড করার পর ‘Submit’বোতামে ক্লিক করুন।
- এ প্রত্যেকটি ধাপ অনুসরণ করে লোকের ভান্ডার প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করুন। এইভাবে, লক্ষ্মীর ভান্ডার যোজনার (Lakshmi Bhandar Scheme) জন্য আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে।
অনলাইনে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস lakshmi bhandar status check) কীভাবে চেক করবেন?
অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmi Bhandar 2024) স্ট্যাটাস চেক করতে হলে, লক্ষী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in তে যান। মূল পৃষ্ঠার “ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস” বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানেই দেখতে পাবেন নিজের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস।