WB Govt Job- লোকসভা নির্বাচনের আগে ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ হবে কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Scheme) আওতায়। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য ফের একবার বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। আপনিও যদি চাকরিপ্রার্থী হন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে জেলা স্তরে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে কন্যাশ্রী প্রকল্পের আওতায় নিয়োগ (WB Govt Job Vacancy) হবে।
WB Govt Job for ডেটা ম্যানেজার (Data Manager)
নিয়োগকারী সংস্থা | DM অফিসের অধীনে |
পদের নাম | ডেটা ম্যানেজার (Data Manager) |
নতুন করে WB Govt Job Recruitment রাজ্যে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা DM অফিসের অধীনে কন্যাশ্রী প্রকল্পে সরকার ডেটা ম্যানেজার (Data Manager) পদে নিয়োগ করতে চলেছে কিছু কর্মী।
নতুন চাকরির খবর- WBERC Recruitment- রাজ্যের বিদ্যুৎ অফিসে কর্মী নিয়োগ, বেতন মোটা টাকা দুর্দান্ত সুযোগ! এই পদের জন্য
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর। এর সাথে টাইপিং দক্ষতা থাকা আবশ্যক।
বয়সসীমা ও মাসিক বেতন
বয়সসীমাঃ ১৮ থেকে ৩৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
মাসিক বেতনঃ মাসিক বেতন শুরু ১১ হাজার টাকা থেকে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদে নিয়োগে (WB Govt Job for Data Manager) প্রার্থীদের লিখিত পরীক্ষা (৪০ নম্বরের) ,কম্পিউটার টেস্ট (৫০ নম্বরের) ও পার্সোনালিটি টেস্ট (১০ নম্বরের), এই তিন ধাপের মধ্যে দিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নতুন চাকরির খবর-ICDS Vacancy 2024- রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদন চলবে ৩১শে মার্চ পর্যন্ত।
অনলাইন মাধ্যমে আবেদন পদ্ধতি জানুন
অনলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে সঠিকভাবে অনলাইন আবেদনপত্রে নিজের উপযুক্ত তথ্য প্রদান করতে হবে। রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে সাবমিট করতে হবে আবেদনপত্র। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
- প্রথম স্টেপ: আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে । লিঙ্কটি আমাদের ওয়েবসাইটের নিচে পেয়ে যাবেন।
- দ্বিতীয় স্টেপ: ওয়েবসাইটটি ওপেন হলেই আপনি সেখানে আবেদন জানানোর লিঙ্কটি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার জন্য লিঙ্কে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করুন।
- তৃতীয় স্টেপ: এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি (যেমন, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার) সবগুলি সাইজ মতো আপলোড করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলেই কাজ শেষ।
- চতুর্থ স্টেপ: অ্যাপ্লিকেশন জমা করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।